চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪

স্ত্রীসহ করোনায় আক্রান্ত চসিক প্রশাসক সুজন

নিজস্ব প্রতিবেদক

৭ জানুয়ারি, ২০২১ | ৮:১৩ অপরাহ্ণ

সস্ত্রীক করোনাভাইরাসে আক্রান্ত হলেন চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রশাসক ও চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি খোরশেদ আলম সুজন। বিষয়টি নিশ্চিত করেছেন তাঁর ছেলে মহিউল আলম।

তিনি জানান, বাবার আগে একটু জ্বর ও কাশি ছিল। এখন তেমন কোনো উপসর্গ নেই। আম্মারও সামান্য কাশি ছাড়া আর কোনো উপসর্গ নেই। গত মঙ্গলবার দুজনের কাছ থেকে নমুনা নেয়া হয়। গতকাল বুধবার রাতে নমুনা পরীক্ষার ফল পজেটিভ আসে। তারা আপাতত বাসায় আইসোলেশনে রয়েছেন। প্রয়োজনে হাসপাতালে ভর্তি করা হবে।

চট্টগ্রাম বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. হাসান শাহরিয়ার কবির জানান, মঙ্গলবার জেনারেল হাসপাতালের রিজিওনাল টিবি রেফারেল ল্যাবরেটরিতে (আরটিআরএল) চসিক প্রশাসক ও তার স্ত্রীর নমুনা পরীক্ষা করা হয়। গতকাল বুধবার দুজনের করোনার রিপোর্ট পজেটিভ আসে। তবে তাদের কোনো উপসর্গ নেই। দুইজনই বাসায় আইসোলেশনে রয়েছেন।

প্রসঙ্গত, দায়িত্বপ্রাপ্ত হয়ে খোরশেদ আলম সুজন ১৫১ দিন চসিক প্রশাসকের দায়িত্ব পালন করেছেন। তিনি আর ২৯ দিন এই পদে দায়িত্ব পালন করবেন।

অপরদিকে, সুজনের স্ত্রী তাহমিনা বেগম নগরীর দক্ষিণ কাট্টলীর ফজলুল হাজেরা ডিগ্রি কলেজের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক।

 

 

 

 

পূর্বকোণ/আরপি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট