চট্টগ্রাম শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

সাতকানিয়ায় তিন ইটভাটা উচ্ছেদ, জরিমানা তিন লাখ

নিজস্ব প্রতিবেদক

৬ জানুয়ারি, ২০২১ | ৬:২৭ অপরাহ্ণ

পরিবেশগত ছাড়পত্র ও জেলা প্রশাসনের লাইসেন্স ছাড়া অবৈধ তিনটি ইটভাটা উচ্ছেদ করেছে ভ্রাম্যমাণ আদালত। আজ বুধবার (৬ জানুয়ারি) চট্টগ্রামের সাতকানিয়ায় সকাল থেকে বিকাল পাঁচটা পযর্ন্ত চলমান অভিযানে এসব ইটভাটা উচ্ছেদ করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম আলমগীর। এসময় এসব ইটভাটার মালিককে ৩ লাখ টাকা জরিমানাসহ ২৫ লাখ টাকার ইট ধ্বংস করা হয় ।
পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আফজারুল হোসেন জানান, অবৈধ ইটভাটা নিয়মিত উচ্ছেদ অভিযানের অংশ হিসেবে আজ পরিবেশ অধিদপ্তর ও জেলা প্রশাসনের যৌথ অভিযানে সাতকানিয়া উপজেলার ৩ টি অবৈধ ইটভাটা উচ্ছেদ করা হয়েছে ।
অভিযানে সাতকানিয়া থানা পুলিশ, র‌্যাব এবং ফায়ার সার্ভিস ম্যাজিস্ট্রেটকে সহযোগিতা করেন বলে জানান তিনি।
পূর্বকোণ / আরআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট