চট্টগ্রাম শনিবার, ২০ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

নির্বাচন নিয়ে বিএনপিতে আগ্রহ নেই

চন্দনাইশ সংবাদদাতা

৬ জানুয়ারি, ২০২১ | ১:৪৭ অপরাহ্ণ

আসন্ন পৌরসভা নির্বাচন নিয়ে চন্দনাইশ বিএনপির বহু নেতাকর্মী অনেকটা নির্বিকার। প্রার্থীদের মধ্যেও উৎসাহ-উদ্দীপনা কম। প্রার্থিতা পাওয়ার প্রতিযোগিতা অবশ্য কমবেশি দেখা যাচ্ছে। বিগত দিনে দলের হেভিওয়েট প্রার্থীদের নির্বাচন নিয়ে অনীহার কারণে এ অবস্থার সৃষ্টি হয়েছে বলে নেতারা মনে করছেন। এ কারণে দলটিতে বিদ্রোহী প্রার্থীদের আনাগোনাও কম।

 

বিএনপি নেতারা অভিযোগ করেন, বর্তমানে যেভাবে নির্বাচন প্রক্রিয়া চলছে তাতে বিএনপির কোনো প্রার্থী জয়লাভ করতে পারবেন বলে মনে হয় না। জনগণও নির্বাচন নিয়ে নির্মোহ। ভোটাররা ভোট দিতে যেতে চায় না। তৃণমূল নেতাকর্মীরাও নির্বাচন নিয়ে তেমন আগ্রহী নন। চন্দনাইশে অনেক সিনিয়র নেতা নির্বাচন নিয়ে মোটেই আগ্রহ দেখাচ্ছেন না। ফলে প্রার্থিতার তালিকায় অপেক্ষাকৃত জুনিয়র কিংবা নতুনদের পাল্লাই ভারী হচ্ছে। বর্তমান সরকার ও নির্বাচন কমিশনের অধীনে নির্বাচন করার আগ্রহ নেই বিএনপি নেতাদের। তাদের মতে বিরোধী দলের প্রার্থীরা মিছিল-মিটিং করতে পারে না। পোস্টার লাগাতে পারে না। কেন্দ্রে কেন্দ্রে এজেন্ট দিতে পারে না। নির্বাচনের আগে এজেন্টদের বাড়ি বাড়ি গিয়ে গ্রেপ্তার করে নিয়ে যায়। তাই নির্বাচনে অংশগ্রহণে আগ্রহ হারিয়ে ফেলেছেন তারা।

বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামিম বলেন, যে প্রক্রিয়ায় নির্বাচন হচ্ছে তাতে শুধু বিএনপি নয়, বিরোধী দলের কোনো নেতাকর্মীই নির্বাচন নিয়ে আশান্বিত হতে পারছেন না।

চন্দনাইশ পৌরসভা নির্বাচনে উপজেলা বিএনপি’র নবগঠিত আহবায়ক কমিটির আহবায়ক নুরুল আনোয়ার চৌধুরী, পৌর বিএনপি’র আহবায়ক সিরাজুল ইসলাম, দক্ষিণ জেলা বিএনপি নেতা জসিম উদ্দিন সম্ভাব্য প্রার্থী হিসেবে দলীয় নেতা-কর্মীদের মাঝে শোনা যাচ্ছে।

তবে তারা বলেছেন, দলীয়ভাবে মনোনয়ন পেলে, নির্বাচন করার পরিবেশ পাওয়া গেলে ২০ দলীয় জোটের প্রার্থী হিসেবে নির্বাচন করবেন।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট