চট্টগ্রাম শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

পাল্টা কমিটি: নেতা-কর্মীদের তোপের মুখে আব্বাস-মহিউদ্দিন

নিজস্ব প্রতিবেদক

৫ জানুয়ারি, ২০২১ | ১০:৩০ অপরাহ্ণ

চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির নয়টি ইউনিটে কমিটি ঘোষণার পাঁচ দিনের মাথায় ছয়টিতে পাল্টা আহ্বায়ক কমিটি ঘোষণা দেয়া হয়েছে । মঙ্গলবার (৫ জানুয়ারি) বিকেল ৩টায় চট্টগ্রাম প্রেস ক্লাব মিলনায়তনে সংবাদ সম্মেলন ডেকে আলী আব্বাস এই পাল্টা কমিটির ঘোষণা দেন। কমিটি ঘোষণার পর হট্টগোল সৃষ্টি হলে উপস্থিত নেতা-কর্মীদের তোপের মুখে দ্রুত স্থান ত্যাগ করেন আলী আব্বাস ও শেখ মহিউদ্দিন।

লিখিত বক্তব্যে দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহবায়ক এম. আলী আব্বাস বলেন, অর্থনৈতিকভাবে নীতি-বিবর্জিত, শারীরিকভাবে অক্ষম ও অসুস্থ জাফরুল ইসলাম চৌধুরীর নির্দেশে এ কমিটি করা হয়েছে। কমিটিতে সাংগঠনিক দক্ষতা ছাড়াই চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম, আবু সুফিয়ান, মোস্তাক আহমেদ অনৈতিক সুবিধা আদায়ের মাধ্যমে দলীয় ক্ষতি করেছেন বলে অভিযোগ করেন তিনি।

সংবাদ সম্মোলনে আলী আব্বাসের সঙ্গে শেখ মহিউদ্দিন, ইদ্রিস মিয়া, কামরুল ইসলাম হোসাইনী, আবুল কালাম আবু, সিরাজুল ইসলাম সওদাগর, জসিম উদ্দিন, আজিজুল হক, লিয়াকত আলী, মুজিব চেয়ারম্যানসহ প্রায় ২০ জন বিএনপি নেতা উপস্থিত ছিলেন।

পূর্বকোণ / আরআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট