চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪

নালার ওপর থেকে চার অবৈধ স্থাপনা উচ্ছেদ করল চসিক

নিজস্ব প্রতিবেদক

৪ জানুয়ারি, ২০২১ | ১১:৫৪ অপরাহ্ণ

নগরীর বন্দর এলাকায় চট্টগ্রাম সিটি কর্পোরেশনের খাল ও নালার ওপর থেকে উচ্ছেদ করা হয়েছে চারটি অবৈধ স্থাপনা। সোমবার (৪ জানুয়ারি) চসিকের ভ্রাম্যমাণ আদালত দক্ষিণ মধ্যম হালিশহরের মাইজপাড়া এলাকায় খাল ও নালার পানি চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করায় এ উচ্ছেদ অভিযান চালায়।

একই অভিযানে পোর্ট কানেক্টিং রোডে অবৈধভাবে গাড়ি পার্কিং করে জনদুর্ভোগ সৃষ্টির দায়ে ৬ ব্যক্তির বিরুদ্ধে মামলা করা হয়। আদায় করা হয় ১০ হাজার টাকা জরিমানা। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের উদ্যোগে স্পেশাল ম্যাজিস্ট্রেট জাহানারা ফেরদৌস ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলীর নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।

অভিযানকালে সিটি কর্পোরেশনের সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা-কর্মচারী, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ ম্যাজিস্ট্রেটকে সহায়তা প্রদান করেন।

 

 

 

 

পূর্বকোণ/পি-আরপি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট