চট্টগ্রাম বুধবার, ১৭ এপ্রিল, ২০২৪

রাউজানে এসডিজি বাস্তবায়নবিষয়ক কর্মশালা

নিজস্ব সংবাদদাতা, রাউজান

১৭ জুন, ২০১৯ | ১:৩৭ পূর্বাহ্ণ

উপজেলা প্রশাসনের উদ্যোগে স্থানীয় পর্যায়ে টেকসই উন্নয়ন অভীষ্ট (এসডিজি) বাস্তবায়নবিষয়ক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে গত ১৫ জুন।
উপজেলা পরিষদ অডিটোরিয়ামে ইউএনও জোনায়েদ কবীর সোহাগের সভাপতিত্বে এ উপলক্ষে আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন স্থানীয় সরকারের চট্টগ্রাম বিভাগের পরিচালক (অতিরিক্ত সচিব) দীপক চক্রবর্ত্তী। সভায় বক্তব্য রাখেন, সহকারী ভূমি কমিশনার এহসান মুরাদ, প্যানেল মেয়র বশির উদ্দিন খান, ভাইস চেয়ারম্যান নুর মোহাম্মদ, মহিলা ভাইস চেয়ারম্যান ফৌজিয়া খানম মিনা, মুক্তিযোদ্ধা কমান্ডার আবু জাফর চৌধুরী, অধ্যক্ষ একেএম আবদুর রশীদ, অধ্যক্ষ কপিল উদ্দিন চৌধুরী, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা তৌহিদ তালুকদার, কাউন্সিলর আলমগীর আলী, এডভোকেট সমীর দাশগুপ্ত, জানে আলম জনি, ইউপি চেয়ারম্যান আলহাজ দিদারুল আলম, লায়ন সাহাবুদ্দিন আরিফ, ভুপেশ বড়–য়া, সরোয়ার্দী সিকদার, সুকুমার বড়–য়া, নুরুল আবছার বাশি, রোকন উদ্দিন, প্রিয়তোষ চৌধুরী, মোস্তাক আহমদ, হাবিবুল হক, স্বাস্থ্য কর্মকর্তা মনোয়ার হোসেন চৌধুরী, কাউন্সিলর জান্নাতুল ফেরদৌস ডলি, লাকী চৌধুরী, মাওলানা এমএ মতিন, এসআই নুরুন্নবী, সমাজসেবা কর্মকর্তা মনিরুল ইসলাম, কাঞ্চন কুমার বিশ্বাস, মাওলানা রফিকুল ইসলাম, কৃষি উদ্ভিদ সংরক্ষণ অফিসার আতিকুর রহমান চৌধুরী, কমল চক্রবর্তি, আবদুর রশীদ, পিআইও নিয়াজ মোর্শেদ, ওসমান গণি রানা, নাজিম উদ্দিন, ফরিদ আহমদ চৌধুরী।
প্রধান অতিথি বলেন, শিক্ষাক্ষেত্রে রাউজানে যে পরিবর্তন ঘটেছে তা খুবই প্রশংসাযোগ্য। এটিকে আরো সুদৃঢ় অবস্থানে নিতে হবে। শিক্ষাকে টেকসই করার জন্য সকল পেশার মানুষের ভূমিকা রাখা উচিত।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট