চট্টগ্রাম শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

সর্বশেষ:

খরুলিয়া স্কুলে দুদক কমিশনার

৬০০টি শিক্ষা প্রতিষ্ঠানে রয়েছে ‘সততা স্টোর’

নিজস্ব সংবাদদাতা, কক্সবাজার

১৭ জুন, ২০১৯ | ১:৩৫ পূর্বাহ্ণ

‘দুর্নীতি দমন কমিশন’ দুদকের উদ্যোগে বিভিন্ন স্কুলে রয়েছে ‘সততা স্টোর’। এগুলোতে থাকে না কোনও বিক্রেতা। সাজানো পণ্যের গায়ে নির্ধারিত মূল্য লেখা থাকে। শিক্ষার্থীরা পণ্যের দাম নির্ধারিত বক্সে রেখে কিনে থাকে। এর মাধ্যমে শিক্ষার্থীদের নৈতিক মূল্যবোধ গড়ে ওঠে।
১৫ জুন দুপুরে কক্সবাজারের খরুলিয়া উচ্চ বিদ্যালয়ের ‘সততা স্টোর’ পরিদর্শন করেছেন দুর্নীতি দমন কমিশনের চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মো. আব্দুল করিম। এ সময় উপস্থিত ছিলেন বিভাগীয় উপ পরিচালক মো. মাহবুবুল আলম। পরে অতিথিরা বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের সাথে মতবিনিময় করেন। বিদ্যালয়ের প্রধান শিক্ষক জহিরুল হকের সভাপতিত্বে ও সহকারী প্রধান শিক্ষক নুরুল আবছারের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক অধ্যাপক অজিত দাশ ও বিদ্যালয়ের শিক্ষক ওবায়দুল হক বক্তব্য রাখেন। বিশেষ অতিথি ছিলেন কক্সবাজার বেতারের উপ-পরিচালক ফখরুল করিম ও আঞ্চলিক পরিচালক মাহাফুজুল হক।
সভার প্রধান অতিথি হিসেবে দুদকের চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মো. আব্দুল করিম বলেন, দুদক তরুণ প্রজন্মের প্রতিনিধিদের মাঝে সততা ও নৈতিক মূল্যবোধ জাগাতে ইতোমধ্যেই দেশের প্রায় ৬০০টি শিক্ষা প্রতিষ্ঠানে সততা স্টোর গঠন করেছে। সভায় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের শিক্ষক সনজিৎ শর্মা, কবির আহাম্মদ, খাইরুন্নেসা মুন্নি, আব্দুর রহিম, নজিবুল আলম, মাইকেল পাল, শওদা পারভীন, শওকত ওসমান, আহাম্মদুর রহমান, দিদারুল আলম, কাওছার হামিদ ও মো. ফয়সালসহ সিনিয়র শিক্ষকরা।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট