৪ জানুয়ারি, ২০২১ | ৫:৫১ অপরাহ্ণ
নিজস্ব প্রতিবেদক
পাঁচলাইশ থানার অলি খাঁ মসজিদের সামনের একটি বিকাশের দোকানে দিনে দুপুরে চুরির ঘটনা ঘটেছে। আজ সোমবার (৪ ডিসেম্বর) দুপুরে আনাস টেলিকম নামের এই দোকান থেকে নগদ ৬ লাখ ৩০ হাজার টাকা চুরি করে নিয়ে যায় সংঘবদ্ধ চক্র।
দোকান মালিক মাওলানা তৌহিদ জানান, প্রতিদিনের মত যোহরের নামাজ পড়তে যাই। দোকানের সামনে একটা টিন দেয়া ছিল। নামাজ থেকে ফিরে দেখি ক্যাশ ড্রয়ার ভাঙা। চোরের দল বিকাশের পেমেন্টসহ ৬ লাখ ৩০ হাজার টাকা চুরি করে নিয়ে গেছে। আমি একজন অসহায় ক্ষুদ্র দোকানদার। আমার সব শেষ করে দিলো।
পার্শ্ববর্তী দোকানি জহির উদ্দিন জানান, দীর্ঘদিন ধরে এই বিকাশের দোকান করছেন তৌহিদ। কখনো চুরির ঘটনা না ঘটলেও দিনে দুপুরে এমন চুরির ঘটনায় আমরা আতঙ্কিত।
এই ঘটনায় নগরীর পাঁচলাইশ থানায় লিখিত অভিযোগ করেছেন দোকানের মালিক।
পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কাশেম ভূঁইয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, বিষয়টি নিয়ে আমরা তদন্ত চালাচ্ছি।
পূর্বকোণ/মামুন
The Post Viewed By: 927 Peopleশুক্রবার, ২২ জানুয়ারি, ২০২১
যোহর শুরু | ১১ঃ৫২ |
আসর শুরু | ০৩ঃ৩৯ |
মাগরিব শুরু | ০৫ঃ২১ |
এশা শুরু | ০৬ঃ৩৬ |
আগামীকাল | |
ফজর শুরু | ০৫ঃ০৮ |
সুর্যোদয় | ০৬ঃ২৯ |
বিকাল ৪.৩০টা, বিকাল ৫.৩০টা, সন্ধ্যা ৬টা, সন্ধ্যা ৬.৩০টা, ৭টা, রাত ৮.৩০টা ও রাত ১২টা, পিএল ক্লাসিক ম্যাচ, স্টার স্পোর্টস সিলেক্ট ১
বেলা ১১.৩০টা, ক্রিকেট বিশ্বকাপ ২০১১, স্টার স্পোর্টস ১ এবং ২ সকাল ৯টা, বেলা ২.৩০টা ও সন্ধ্যা ৬টা, গ্রেট সেঞ্চুরিস, সনি সিক্স
সকাল ৯.৩০টা, সকাল ১০.৩০টা, বেলা ১১টা, বিকাল ৪.৩০টা, বিকাল ৫.৩০টা, সন্ধ্যা ৬টা ও রাত ৮.৩০টা, সনি টেন ১ সকাল ৮.৩০টা, ৯.৩০টা, বিকাল ৩.৩০টা, ৪.৩০টা ও রাত ১.৩০টা, সনি টেন ২।