চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

করোনাকাল নিয়ে লেখা বই পূর্বকোণ সম্পাদকের হাতে দিলেন মেজর (অব.) এমদাদুল

নিজস্ব প্রতিবেদক

৪ জানুয়ারি, ২০২১ | ১:১০ অপরাহ্ণ

করোনাকালে মানুষের সুখ-দুঃখ, জীবনবোধের নানা পরিবর্তন নিয়ে বই লিখেছেন মেজর (অব.) মোহাম্মদ এমদাদুল ইসলাম। মহামারী নিয়ে লেখা বলে ১৭০ পৃষ্ঠার এই বইয়ের নাম তিনি দিয়েছেন ‘বিষাদ সময়’।

আনুষ্ঠানিকভাবে মোড়ক উন্মোচন না হলেও বইটি বাজারে পাওয়া যাচ্ছে। প্রকাশনা প্রতিষ্ঠান খড়িমাটি থেকে বের হওয়া এই বইয়ের প্রচ্ছদ করেছেন লেখক নিজেই। এটি লেখকের পঞ্চম বই।

গতকাল (রবিবার) সকাল সাড়ে ১১টায় দৈনিক পূর্বকোণের সম্পাদক ডা. ম. রমিজউদ্দিন চৌধুরীর হাতে বইটি তুলে দেন মেজর (অব.) মোহাম্মদ এমদাদুল ইসলাম। পূর্বকোণ সম্পাদক এ সময় বইটির উচ্ছ্বসিত প্রশংসা করেন। করোনাকালের জীবনযাত্রার নানা বাঁককে দুই মলাটে বন্দী করার জন্য লেখককে ধন্যবাদ জানান তিনি।

বইটি সম্পর্কে লেখক মেজর (অব.) মোহাম্মদ এমদাদুল ইসলাম পূর্বকোণকে বলেন, ‘করোনা মানবজাতির ইতিহাসে এমন এক মহাদুর্যোগ নিয়ে হাজির হয়েছে; যা অতীতে তেমন দেখা যায়নি। একটা অদৃশ্য ভাইরাস নিয়ে মানুষকে এতটা শঙ্কা আর ভয়ের জীবনে কখনো পড়তে দেখেনি পৃথিবী। ভাইরাসটির কাছে নতজানু মানুষের সেই নানা অসহায়ত্বের ছবিগুলো লেখার ক্যানভাসে আঁকার চেষ্টা করেছি’।

পূর্বকোণ/এএ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট