চট্টগ্রাম শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪

নন্দীরহাটে লোকনাথ তিরোধান দিবস উদযাপন

১৬ জুন, ২০১৯ | ২:২৬ পূর্বাহ্ণ

লোকনাথ ব্রহ্মচারী সেবাশ্রম চট্টগ্রাম কেন্দ্র নন্দীরহাটে সেবাসংঘের বার্ষিক সম্মেলন ও লোকনাথ বাবার ১২৯তম তিরোধান দিবসের বিভিন্ন অনুষ্ঠান গত ১৪ জুন সম্পন্ন হয়েছে। সেবাশ্রম সভাপতি মনোজ কান্তি দে’র উদ্বোধনে সেবাসংঘের সভাপতি দীপংকর রুদ্রের সভাপতিত্বে পুলক দাশ ও রুপন কুমার নাথের সঞ্চালনায় অনুষ্ঠিত ১ম পর্বে সেবাসংঘের বার্ষিক সম্মেলনে শোক প্রস্তাব পাঠ করেন সুমন মুহুরি এবং বার্ষিক ও আর্থিক প্রতিবেদন পাঠ করেন সেবাসংঘের সম্পাদক রিপন দত্ত ও অর্থ সম্পাদক মানস নাগ।
লোকনাথ ব্রহ্মচারীর মূলমন্ত্র ও জীবনাদর্শে উদ্বুদ্ধ হয়ে অত্র সেবাশ্রমে পরিচালিত সেবা কর্মকা-ের অংশ হিসেবে গৃহিত প্রকল্প ‘লোকনাথ শিশু নিকেতন’ নামের অনাথালয়ে অভিভাবকহীন দরিদ্র শিশুদের এই ঠিকানায় ভবিষ্যতে একেকজন শিশু সুশিক্ষিত হয়ে বড় হবে এই আশাবাদ ব্যক্ত করে বক্তব্য রাখেন সভার প্রধান অতিথি মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার শ্যামল কান্তি নাথ মহোদয়। লায়ন তপন কান্তি দত্তের সভাপতিত্বে অধ্যাপক টিংকু চৌধুরীর সঞ্চালনায় ১২৯তম লোকনাথ তিরোধান দিবেসের ২য় পর্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন লায়ন জি. কে লালা ও লোকনাথ সেবক সংঘ চট্টগ্রামের সভাপতি উৎপল রতি। আরও বক্তব্য রাখেন প্রকৌশলী সুদীপ বসাক, প্রকৌশলী ঝুলন কুমার দাশ, অশেষ কুমার পুরোহিত, সুব্রত বিকাশ চৌধুরী, প্রকৌশলী বিপ্লব দাশ, লায়ন সাধন ধর প্রমুখ। এতে এস.এস.সি. পরীক্ষায় উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও রক্তবীজ সংগঠনের মাধ্যমে ভক্তদের মাঝে রক্তের গ্রুপ নির্ণয় ও স্বাস্থ্যসেবা প্রদান করা হয়।-বিজ্ঞপ্তি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট