চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

কক্সবাজারে আটক ২ বাজারের ব্যাগে সাড়ে ৮ কোটি টাকার ইয়াবা

নিজস্ব সংবাদদাতা , কক্সবাজার

১৬ জুন, ২০১৯ | ২:১৫ পূর্বাহ্ণ

কক্সবাজার শহরের তারাবনিয়ার ছড়া এলাকা থেকে ১ লাখ ৭০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে র‌্যাব। এ ঘটনায় এক কিশোরসহ দুইজনকে আটক করেছেন নবগঠিত র‌্যাব-১৫ এর সদস্যরা। এগুলোর আনুমানিক মূল্য ৮ কোটি ৫০ লাখ টাকা। শুক্রবার গভীর রাতে অভিযান চালিয়ে এসব ইয়াবা উদ্ধার করা হয়। গতকাল শনিবার দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেছে র‌্যাব-১৫। র‌্যাব সূত্রে জানা গেছে, শহরের ৫নং ওয়ার্ড তারাবনিয়ার ছড়া এলাকার হাজি দানু আলমের বাড়ির নিচতলা টিনশেড বাড়ির বারান্দায় কতিপয় মাদক ব্যবসায়ী ইয়াবা ক্রয়-বিক্রয়ের জন্য অবস্থান করছেন। এ সময় র‌্যাবের একটি দল উক্ত বাড়িতে অভিযান চালিয়ে টেকনাফের লেদা এলাকার মৃত আবুল শামার ছেলে মো. রবিউল আলম ও এক কিশোরকে হাতেনাতে আটক করে। অপর একজন পালিয়েও যান। পলাতক ব্যক্তি কক্সবাজারের ঝিলংজা এলাকার দীন মোহাম্মদ বলে ধৃতদের নিকট তথ্য পাওয়া গেছে। পরে ধৃত ব্যক্তিদের হাতে থাকা সাদা রংয়ের দুইটি বাজারের ব্যাগ তল্লাশি করে ১ লাখ ৭০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
বিষয়টি নিশ্চিত করে নবগঠিত র‌্যাব-১৫ এর পরিচালক (মিডিয়া) হাসান মামুন জানিয়েছেন, আটক দুই ব্যক্তি এবং উদ্ধারকৃত মালামালের বিষয়ে আইনগত ব্যবস্থা নিয়ে তাদেও সদর থানায় হস্তান্তর করা হবে। এছাড়া পলাতক ব্যক্তিকে আটকের চেষ্টাও চলছে বলে তিনি জানান ।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট