চট্টগ্রাম শনিবার, ২০ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

সার্কিট হাউসে চট্টগ্রামের এমপি-আওয়ামীলীগ নেতাদের বৈঠক

চসিক নির্বাচন: অন্য জেলার লোকদের ভোট পেতে মন জয় করার পরামর্শ

নিজস্ব প্রতিবেদক

১ জানুয়ারি, ২০২১ | ১১:১৯ অপরাহ্ণ

সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগের মেয়র প্রার্থী এম রেজাউল করিম চৌধুরীর নির্বাচনী বৈতরণী পারের কৌশল নির্ধারণী বৈঠক করেছেন চট্টগ্রামের এমপি এবং আওয়ামী লীগ নেতারা। বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি’র আহবানে শুক্রবার (১ জানুয়ারি) সন্ধ্যায় চট্টগ্রাম সার্কিট হাউজে বৈঠকটি অনুষ্ঠিত হয়।

সভায় চট্টগ্রামের উপজেলাসমূহ ছাড়াও কক্সবাজারের যেসব মানুষ বন্দরনগরীতে বসবাস করেন তাদের ভোট নৌকা প্রতীকে পক্ষে টানার বিষয়ে সংসদ সদস্যদের ভূমিকা রাখার আহবান জানানো হয়। তারা নিজ নিজ এলাকার মানুষের প্রতি নৌকার পক্ষে ভোট দেয়ার আহবান জানাবেন। এছাড়া চট্টগ্রামস্থ বিভিন্ন জেলা-উপজেলার সমিতির মাধ্যমে ভোটারদের মাঝে আওয়ামী লীগের উন্নয়নের বার্তা পৌঁছে দিয়ে তাদের মন জয় করার পরামর্শ দেয়া হয়।

বৈঠকে উপস্থিত একাধিক আওয়ামী লীগ নেতার সাথে আলাপকালে তারা জানান, করোনা মহামারির কারণে এমনিতেই বড় জমায়েত করার সুযোগ থাকবে না। তাছাড়া আচরণবিধির কারণে এমপি, জেলা পরিষদ চেয়ারম্যান এবং সরকারের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিরা প্রার্থীর পক্ষে প্রচারণায় অংশ নেয়ার সুযোগ নেই। তাই আগামী ৮ তারিখ থেকে আনুষ্ঠানিক প্রচারণা শুরুর আগেই প্রচারণার প্রস্তুতি নেয়ার পরামর্শ দেয়া হয়।

বিভিন্ন জেলা এবং উপজেলার মানুষ যারা চট্টগ্রাম শহরে বসবাস করেন তাদেরকে নৌকা প্রতীকে ভোট প্রদান এবং প্রার্থীর পক্ষে কাজ করার জন্য কিভাবে উদ্বুদ্ধ করার বিষয়ে নির্দেশনা দেয়া হয়। একইসাথে দলীয় কর্মীদের সচেতন করার বিষয়টিও গুরুত্বের সাথে আলোচনা উঠে আসে। এছাড়া আওয়ামী লীগের প্রার্থীর পক্ষ চট্টগ্রামস্থ বিভিন্ন জেলা-উপজেলার সমিতির সাথেও যোগাযোগ করার সিদ্ধান্ত হয়।

বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি’র সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় উপস্থিত ছিলেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ এমপি, ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী এমপি, শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী এমপি, দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মোছলেম উদ্দিন আহমদ এমপি, এ বি এম ফজলে করিম চৌধুরী এমপি, উত্তর জেলার সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান এম এ সালাম, মাহফুজুর রহমান মিতা এমপি, কক্সবাজারের সাইমুম সরোয়ার কমল এমপি, আশেক উল্লাহ রফিক এমপি, খাদিজাতুল আনোয়ার সনি এমপি, মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী, সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দীন, মেয়র প্রার্থী এম রেজাউল করিম চৌধুরী, উত্তর জেলার সাধারণ সম্পাদক শেখ আতাউর রহমান, দক্ষিণ জেলার সাধারণ সম্পাদক মফিজুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন। অসুস্থতার কারণে উপস্থিত হতে পারেননি হুইপ সামসুল হক চৌধুরী এমপি, ডা. আফসারুল আমীন এমপি, এম এ লতিফ এমপি। চট্টগ্রামে না থাকায় উপস্থিত থাকতে পারেননি আরো কয়েকজন এমপি।

 

 

পূর্বকোণ/পি-আরপি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট