৩১ ডিসেম্বর, ২০২০ | ৬:১৭ অপরাহ্ণ
নিজস্ব প্রতিবেদক
ইটভাটার জন্য অবৈধভাবে মাটিকাটার দায়ে খাগড়াছড়ির গুইমারায় এক ভাটা মালিককে এক লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। দণ্ডিত ইটভাটা মালিকের নাম শহীদ উল্লাহ। বৃহস্পতিবার (৩১ ডিসেম্বর) সকাল ৯টায় উপজেলার ছনখোলা উতুল পাড়াতে অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়।
ইউএনও তুষার আহমেদের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। এ সময় অভিযানের খবর পেয়ে স্কেভেটর চালকসহ ৩ মিনিট্রাক চালক পালিয়ে যায়। অভিযানে গুইমারা থানার তদন্ত কর্মকর্তা শফিকুর রহমান উপস্থিত ছিলেন।
তুষার আহমেদ জানান, বৃহস্পতিবার উপজেলার ছনখোলা উতুল পাড়াতে অভিযান চালানো হয়। এসময় মাটিভর্তি দুটি মিনিট্রাক আটক করা হয়। অভিযানে অনুমতি না নিয়ে মাটি কেটে ইটভাটায় পরিবহনের দায়ে ইট প্রস্তুত ও ভাটাস্থাপন (নিয়ন্ত্রণ) আইনের ২০১৩ এর ৫(১) ধারা লঙ্গন আইনের ১৫ (১) এর (ক) উপ-ধারায় এ জরিমানা করা হয়েছে।
তিনি আরও জানান, ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম ধারাবাহিকভাবের চলমান আছে। ইটভাটার পরিবেশ দূষণ ও করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণ রাখতে এমন অভিযান অব্যাহত থাকবে।
পূর্বকোণ/আরপি
The Post Viewed By: 196 People