চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৮ মার্চ, ২০২৪

সর্বশেষ:

মৎস্যজীবী দলের সাথে বৈঠকে গোলাম আকবর

খালেদা জিয়াকে মুক্ত করতে হলে শক্তিশালী সংগঠন করতে হবে

১৬ জুন, ২০১৯ | ১:৪১ পূর্বাহ্ণ

বিএনপি’র চেয়ারপার্সনের উপদেষ্টা, সাবেক রাষ্ট্রদূত ও সাংসদ গোলাম আকবর খোন্দকার গতকাল চট্টেশ্বরী রোডস্থ তাঁর নিজ বাসভবনে জাতীয়তাবাদী মৎস্যজীবী দল উত্তর জেলা শাখার নেতৃবৃন্দের সাথে সৌজন্য সাক্ষাতে মিলিত হয়ে ঈদ শুভেচ্ছা বিনিময় করেন। এসময় তারা জননেতা গোলাম আকবর খোন্দকারকে ফুলেল শুভেচ্ছা জানান। জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে গোলাম আকবর খোন্দকার বলেন, সংগঠনকে সংগঠনের মতো চালাতে হলে দায়িত্ব নিয়ে ঘরে বসে থাকলে হবে না। আগামী ১ মাসের মধ্যে ২১-৩১ সদস্য বিশিষ্ট ইউনিয়ন ও উপজেলা আহ্বায়ক কমিটি গঠন করে দিতে হবে। উত্তর জেলায় অন্যতম সংগঠন হিসেবে পরিচয় দিতে পারার মতো কাজ করতে হবে। সংগঠন শক্তিশালী না হলে সাংগঠনিক কোন কাজে আসবে না। শক্তিশালী সংগঠনে আন্দোলন-সংগ্রামে জয়ী হওয়া যায় ও যেকোন কাজ ফলপ্রসূ হয়। দেশ এখন এক ক্রান্তিকাল অতিক্রম করছে। ঐক্যবদ্ধ আন্দোলন করা ছাড়া গণতন্ত্র ও বেগম খালেদা জিয়াকে মুক্তির কোন পথ খোলা নেই। তাই সাংগঠনিক ভাবে সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধ থেকে সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করার আহ্বান জানান।
এসময় উপস্থিত ছিলেন উত্তর জেলা বিএনপি’র সাবেক য্গ্মু সম্পাদক যথাক্রমে আজম খান, এড. আবু তাহের, অধ্যাপক জসিম উদ্দিন চৌধুরী, সেলিম চেয়ারম্যান, উত্তর জেলা যুবদলের সভাপতি হাসান মোহাম্মদ জসিম, হাটহাজারী উপজেলা বিএনপি’র সদস্য সচিব সোলায়মান মঞ্জু।-বিজ্ঞপ্তি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট