চট্টগ্রাম শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

বাঁশখালীতে শিক্ষার্থী সংবর্ধনা ছমিউদ্দীন ফাউন্ডেশনের

নিজস্ব সংবাদদাতা, বাঁশখালী

১৬ জুন, ২০১৯ | ১:৩৫ পূর্বাহ্ণ

বাঁশখালীতে মুক্তিযোদ্ধা কে.এম. ছমিউদ্দীন ফাউন্ডেশনের উদ্যোগে শিক্ষার্থী সংবর্ধনা ও ফাউন্ডেশনের মুখপত্র ‘আলোকশিখা’র প্রকাশনা অনুষ্ঠান হয়েছে সম্প্রতি।
বাণীগ্রাম সাধনপুর উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে প্রধান শিক্ষক হৃষিকেশ ভট্টাচার্য্যরে সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাঁশখালী এসি (ল্যান্ড) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আল বশিরুল ইসলাম। প্রধান বক্তা ছিলেন ইউনিয়ন ব্যাংক লিমিটেডের এডিশনাল ম্যানেজিং ডিরেক্টর এবিএম মোকাম্মেল হক চৌধুরী আলাল। বিশেষ অতিথি ছিলেন সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার রাঙ্গামাটি মো. রবিউল হোসেন, সাধনপুর ইউপি’র সাবেক চেয়ারম্যান ও সাধনপুর পল্লী উন্নয়ন উচ্চ বিদ্যালয়ের সভাপতি আলহাজ মঞ্জুরুল হক চৌধুরী, সাধনপুর ইউপি’র প্যানেল চেয়ারম্যান-১ করুণাময় ভট্টাচার্য্য, সাধনপুর পল্লী উন্নয়ন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক খোকন চক্রবর্ত্তী, বাণীগ্রাম সরকারি প্রা. বিদ্যালয়ের সভাপতি প্রদীপ মিত্র চৌধুরী। ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক কে.এম. সালাহ্উদ্দীন কামাল এর স্বাগত বক্তব্যে সমাজসেবক মো. তৌহিদুল আলমের পরিচালনায় বক্তব্য রাখেন শিক্ষক প্রদ্যুৎ মিত্র চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা আজিমুল ইসলাম ভেদু, মো. ইসমাইল, ফয়েজ আহমদ, ব্যাংকার মো. ইসমাইল, মুক্তিযোদ্ধার সন্তান গোলাম শরীফ টিটু, সালাউদ্দীন সাকিব, আব্দুল ওয়াজেদ সিদ্দিকী, এডভোকেট শওকত আউয়াল চৌধুরী, এডভোকেট সঞ্জয় চৌধুরী, অধ্যাপক মো. মোরশেদুল আলম, অধ্যাপক নির্মল পাল, প্রেমানন্দ চৌধুরী, ওবাইদুল হক, মো. রেজাউল করিম, সুশীল দে ও দিপংকর দে প্রমুখ। অনুষ্ঠানে সাধনপুর ইউনিয়নের প্রায় ৫০ জন কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা এবং শতাধিক প্রাথমিক শিক্ষার্থীকে শিক্ষা উপকরণ প্রদান করা হয়।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট