চট্টগ্রাম বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

নেই লাইসেন্স-ফার্মাসিস্ট: বিক্রি হচ্ছে অনুমোদনহীন ওষুধও

নিজস্ব প্রতিবেদক

৩০ ডিসেম্বর, ২০২০ | ৮:১২ অপরাহ্ণ

ফার্মেসি করতে  লাগে ড্রাগ লাইসেন্স ও একজন ফার্মাসিস্ট। কিন্তু  এসব নিয়ম মানছে না অনেকেই। তার ওপর এসব ফার্মেসিতে  বিক্রি হচ্ছে অনুমোদনহীন, ক্ষতিকর ও মেয়াদোত্তীর্ণ ওষুধ। এসব অপরাধে তিন ফার্মেসিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। আজ বুধবার ( ৩০ ডিসেম্বর) চট্টগ্রাম জেলা প্রশাসন ও ওষুধ প্রশাসনের যৌথ উদ্যোগে নগরীর কে সি দে রোড এলাকায় অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আলী হাসান।

ওষুধ প্রশাসনের সহকারী পরিচালক হোসাইন মোহাম্মদ ইমরান জানান, অভিযানে মা মনি ফার্মেসিকে ২০ হাজার, স্বদেশ মেডিকোকে ১০ হাজার ও মডার্ন হারবালকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। মেয়াদোত্তীর্ণ ওষুধ মজুদ,তাপ সংবেদনশীল ওষুধ যথাযথভাবে সংরক্ষণ না করা, ফার্মাসিস্ট ছাড়া ও বিনা লাইসেন্সে ব্যবসা পরিচালনা এবং বিভিন্ন ধরনের অনিবন্ধিত ঔষধ বিক্রয় করায় এসব জরিমানা করা হয়।

পূর্বকোণ / আরআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট