চট্টগ্রাম শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

সর্বশেষ:

সড়কে পার্কিং: ১৫ ব্যক্তিকে ৪৩ হাজার টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক

২৯ ডিসেম্বর, ২০২০ | ৯:৫৩ অপরাহ্ণ

নগরীর পাঁচলাইশের হাটহাজারী সড়কে গাড়ি পার্কিং করে জনদুর্ভোগ সৃষ্টির দায়ে ১৫ ব্যক্তিকে  ৪৩ হাজার ৫শ টাকা জরিমানা করা হয়েছে। আজ মঙ্গলবার (২৯ ডিসেম্বর) চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) উদ্যোগে স্পেশাল ম্যাজিস্ট্রেট জাহানারা ফেরদৌস ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলীর নেতৃত্বে এই মোবাইল কোর্ট পরিচালিত হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলী জানান, মুরাদপুর থেকে আতুরার ডিপো পর্যন্ত অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। এ সময় সড়কে অবৈধভাবে গাড়ি পার্কিং করে জনদুর্ভোগ সৃষ্টির দায়ে ১৫ ব্যক্তিকে  ৪৩ হাজার ৫শ টাকা জরিমানা করা হয়েছে।

অভিযানকালে ম্যাজিস্ট্রেটকে সহায়তা প্রদান করেন  সিটি কর্পোরেশনের সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা, কর্মচারী, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ ।

পুর্বকোণ / আরআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট