চট্টগ্রাম শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

উখিয়ায় সাড়ে ৩ কোটি টাকার ইয়াবাসহ চার রোহিঙ্গা গ্রেপ্তার

উখিয়া সংবাদদাতা

২৮ ডিসেম্বর, ২০২০ | ৪:৫৩ অপরাহ্ণ

কক্সবাজারের উখিয়ায় ইয়াবাসহ চার রোহিঙ্গাকে গ্রেপ্তার করেছে বিজিবি। গ্রেপ্তারকৃতরা হল- মোহাম্মদ সৈয়দ (৩৭), নূর আলম (৩০), এনায়েতুর রহমান (২১) ও মোহাম্মদ জুবায়ের (২০)। সোমবার (২৮ ডিসেম্বর) ভোরে উপজেলার রাজাপালং ইউনিয়নের বাগানপাড়া ফিশারি ঘাট এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ১ লাখ ২০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবাগুলোর মূল্য ৩ কোটি ৬০ লাখ টাকা।

বিজিবি কক্সবাজার-৩৪ ব্যাটালিয়ানের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আলী হায়দার আজাদ আহমেদ জানান, সোমবার ভোরে মিয়ানমার থেকে ইয়াবার বড় একটি চালান আসার সংবাদের ভিত্তিতে ঘটনাস্থলে অবস্থান নেয় বিজিবি। একপর্যায়ে মিয়ানমার সীমান্তের দিক থেকে হেঁটে আসতে দেখলে সন্দেহজনক ওই চার ব্যক্তিকে থামতে নির্দেশ দেয়া হয়। এ সময় তারা দৌঁড়ে পালানোর চেষ্টা করলে তাদের ধাওয়া দিয়ে আটক করা হয়। পরে তাদের দেহ তল্লাশি করে আনুমানিক তিন কোটি ৬০ লাখ টাকা মূল্যের এক লাখ ২০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে উখিয়া থানায় মামলা করা হয়েছে।

 

 

 

 

 

 

 

 

পূর্বকোণ/কায়সার-আরপি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট