চট্টগ্রাম শনিবার, ২০ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

সীতাকুণ্ডে কেন্দ্রের বাইরে ককটেল বিস্ফোরণ

সীতাকুণ্ড সংবাদদাতা

২৮ ডিসেম্বর, ২০২০ | ৪:০৯ অপরাহ্ণ

দুপুর গড়াতেই ভোটরদের দীর্ঘ সারি কেন্দ্রে। এছাড়া কেন্দ্রের বাইরেও জটলা। সীতাকুণ্ডের ৭ নম্বর ওয়ার্ডের আলম শফি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এমন চিত্র দেখা গেছে। কিন্তু হঠাৎ করে ওই কেন্দ্রের বাইরে কাউন্সিলর প্রার্থী ফজলে এলাহি পায়েল ও রতন মিত্রের সমর্থকদের মধ্যে ধাওয়া পাল্টা ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

আজ সোমবার (২৮ ডিসেম্বর) বিকাল ৩টার দিকে এই ঘটনা ঘটে।

প্রার্থী পায়েলের নেতৃত্বে ভোট কেন্দ্রে হামলা ককটেল বিস্ফোরণ শেষে ইভিএম মেশিনের স্ক্রিনে কোকাকোলার বোতল ছুঁড়ে মারলে সেটি ভেঙে গেছে। এসময় ১৫ থেকে ২০ মিনিট ভোটগ্রহণ বন্ধ থাকে। পরে অতিরিক্ত পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

ওই কেন্দ্রে থাকা সীতাকুণ্ড থানার ওসি (তদন্ত) সুমন বণিক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

এছাড়া বিকাল ৩টার পর থেকে ভোট কেন্দ্রের বাইরে বহিরাগত সন্ত্রাসীদের দৌরাত্ম্য বেড়েছে বলে অভিযোগ তুলেছেন স্বতন্ত্র প্রার্থী নাগরিক কমিটির প্রার্থী সাংবাদিক জহিরুল ইসলাম। এ কারণে তিনি প্রেসক্লাবে এসে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন।

পূর্বকোণ/পিআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট