১৫ জুন, ২০১৯ | ১০:১১ অপরাহ্ণ
নিজস্ব প্রতিবেদক
দুপুর ১টা বেজে ৫০ মিনিট। বর্ষার আগমনী বোঝাতে বৃষ্টি পড়ছে তার আপন ধারায়। অঝোর বৃষ্টি থেকে বাঁচতে একটু নিরাপদ স্থানের উদ্দেশে লোকজন ছুটছে প্রাণপণে। আর কিছু মানুষ দৌড়াচ্ছে। তবে তা নিরাপদ আশ্রয়ের জন্য নয়। সড়কে গর্ত হওয়ায় জমে গেছে বৃষ্টির পানি। আর তড়িঘড়ি করে বিটুমিন ঢালাইয়ের রাস্তা পেরোনোর জন্যেই এই দৌড়ঝাঁপ। আজ (১৫ জুন) নগরীর লাভ লেইন হতে নসিমন ভবন পর্যন্ত সড়কে দেখা যায় এই চিত্র।
এনাম হায়দার নামের বেসরকারি একটি টিভি চ্যানেলের ক্যামেরাপার্সনের ক্যামেরায় ধরা পড়ে এসব স্থিরচিত্র। বৃষ্টি পড়ার মুহূর্তে রাস্তায় কাজ করার সময় কিছু ছবি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট করেন তিনি। মুহূর্তেই ভাইরাল হতে থাকে সেসব ছবি। এ নিয়ে জনমনে তৈরি হয়েছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক) ও সংশ্লিষ্ট ঠিকাদারের বিরুদ্ধে সমালোচনা ও বিদ্রুপ। সে-সবের কিছু তুলে ধরা হলো পূর্বকোণ অনলাইনের পাঠকদের জন্য।
শিহাব গহীন নামের একজন মন্তব্য করেন, ‘দুইদিন পর বিটুমিন উঠে গিয়ে রাস্তা আবার আগের মতো হয়ে যাবে, তারপর আবার নতুন করে কাজ করতে হবে। আবার টেন্ডার ডাকতে হবে, আবার পকেটে পয়সা আসবে। অনন্তকাল এই কর্ম চলিতে থাকিবে। অনন্তকাল ধরে পকেটে পয়সা আসিতে থাকিবে।’
এমএ হাকিম নামের একজন ব্যবহারকারী বলেন, ‘দেশের প্রতি তারা আন্তরিক নয় বিধায় একটা কাজ ১ বারের জায়গায় ৫ বার করতে হয়।’
পূর্বকোণ/রাশেদ