চট্টগ্রাম বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

সীতাকুণ্ডে ফেনসিডিলসহ দুই যুবক আটক

নিজস্ব প্রতিবেদক

২৭ ডিসেম্বর, ২০২০ | ৫:০৮ অপরাহ্ণ

সীতাকুণ্ড থানার জাফরাবাদ এলাকা থেকে ২৪৮ বোতল ফেনসিডিলসহ দুইজন ‘মাদক ব্যবসায়ীকে’ আটক করেছে র‌্যাব-৭।

আটকরা হলেন-  কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম থানার দক্ষিণ বেতিয়ারা গ্রামের মৃত জহির আহম্মদের ছেলে মীর আহম্মেদ ফরহাদ (২৪) ও কুমিল্লা জেলার বুড়িচং থানার শোভারামপুরের মৃত নাছির আহম্মেদের ছেলে কিরনা বেগম (২২)।

রবিবার (২৭ ডিসেম্বর) র‌্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) মো. নুরুল আবছার স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে সীতাকুণ্ড থানার জাফরাবাদ এলাকার দক্ষিণ ছলিমপুর ফকিরহাট বাজারের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তল্লাশি শুরু করেন র‌্যাব। এসময় র‌্যাবের চেকপোস্টের দিকে আসা একটি বাসকে থামিয়ে তল্লাশি শুরু করা হয়। বাসের ভেতর দুই যাত্রীর গতিবিধি সন্দেহজনক হওয়ায় তাদের সাথে থাকা ট্রলি ব্যাগে তল্লাশি করে ২৪৮ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত ফেনসিডিলের আনুমানিক মূল্য আড়াই লাখ টাকা। আটকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার জন্য তাদের সীতাকুণ্ড মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

উল্লেখ্য, আসামি মীর আহম্মেদ ফরহাদের বিরুদ্ধে কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম থানায় ১ টি মাদক মামলা রয়েছে।

পূর্বকোণ/পিআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট