চট্টগ্রাম শনিবার, ২০ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

রেলের উচ্ছেদ অভিযান: ৭৮ শতক জায়গা উদ্ধার

নিজস্ব প্রতিবেদক

২৭ ডিসেম্বর, ২০২০ | ১:০৩ অপরাহ্ণ

নগরীর পাহাড়তলীর জোড় ডেবার পাড়ে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে রেলওয়ে। তবে অক্ষত রাখা হয়েছে ডেবার পশ্চিম পাশের মসজিদটি।

আজ রবিবার (২৭ ডিসেম্বর) সকালে শুরু হওয়া উচ্ছেদ অভিযান পরিচালনা করেন রেলওয়ের চট্টগ্রাম বিভাগীয় ভূ-সম্পত্তি কর্মকর্তা মাহবুব উল করিম। অভিযান আগামীকাল সোমবারও চলবে।

টানা দু’দিনের এ উচ্ছেদ অভিযানে উপস্থিত ছিলেন বিভাগীয় মহাব্যবস্থাপক তারেক মোহাম্মদ সামস তুষার, প্রধান ভূসম্পত্তি কর্মকর্তা কংকন চাকমা, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ, রেলওয়ে নিরাপত্তা বাহিনী (আরএনবি)সহ রেলওয়ের কর্মকতারা।

রেলের চট্টগ্রাম বিভাগীয় ভূ-সম্পত্তি কর্মকর্তা মাহবুব উল করিম বলেন, এর মধ্যে আজ ৭৮ শতক জায়গা উদ্ধার করা হয়েছে। এদের মধ্যে ৪৭৫ জন অবৈধ দখলদার ও ২২৫ টি ঝুঁপড়ি ঘর, টিনশেড দোকান এবং সেমিপাকা ঘর প্রথম দিনে গুড়িয়ে দেওয়া হয়েছে।

পূর্বকোণ/পিআর 

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট