২৪ ডিসেম্বর, ২০২০ | ৩:৪৯ অপরাহ্ণ
কক্সবাজার সংবাদদাতা
টেকনাফে অবসরপ্রাপ্ত মেজর সিনহা মো. রাশেদ হত্যার ঘটনায় তার সহযোগী শিপ্রা দেবনাথের বিরুদ্ধে পুলিশের দায়ের করা দুই মাদক মামলার অব্যাহতির একটির আদেশে বিরুদ্ধে আপিল করা হয়েছে।
বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে কক্সবাজারের সিনিয়র জুড়িসিয়াল ম্যাজিস্ট্রেট তামান্না ফারাহর আদালতে টেকনাফ থানায় পুলিশের দায়ের করা মামলার বাদি উপ-পরিদর্শক শফিকুল ইসলাম এই আপিল আবেদন করেন। তবে আপীল আবেদনের তাৎক্ষণিক আদেশ দেননি আদালত। এসময় আদালতে উপস্থিত ছিলেন শিপ্রা দেবনাথ।
শিপ্রা দেবনাথ ও সিফাতের আইনজীবি ফখরুল ইসলাম গুন্দু এই তথ্য জানান। তিনি জানান, মামলায় তদন্তে সংশ্লিষ্টতার সত্যতা না পাওয়ায় তদন্ত কর্মকর্তার জমা করা চূড়ান্ত প্রতিবেদনের ভিত্তিতে পুলিশের দায়ের করা মামলায় শিপ্রাকে অব্যাহতি প্রদান করেন আদালত। কিন্তু দুই মামলার মধ্যে টেকনাফ থানায় দায়ের করা মামলা আদেশের বিরুদ্ধে বৃহস্পতিবার আদালতে আপিল করেন বাদি। আবেদনটি গ্রহণ করেছেন। তবে আদেশ দেননি। আবেদনটি আদেশের জন্য অপেক্ষমান রাখা হয়েছে।
পূর্বকোণ/পিআর
The Post Viewed By: 180 People