চট্টগ্রাম বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

কক্সবাজারে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি, জরিমানা

কক্সবাজার সংবাদদাতা

২৩ ডিসেম্বর, ২০২০ | ৮:২৩ অপরাহ্ণ

কক্সবাজারে নোংরা পরিবেশে নাইম বেকারিতে প্রস্তুত হয় খাবার। শুধু নোংরা পরিবেশই নয়, উৎপাদিত খাবার মেয়াদ চলে গেলেও বিক্রি হয় উচ্চ মূল্যে। বেশিরভাগ খাবারের প্যাকেটের গায়ে থাকেনা বিক্রয় ও উৎপাদন মূল্য।

আজ বুধবার (২৩ ডিসেম্বর) শহরের বিমান বন্দর রোড ও ৬ নম্বর ঘাট এলাকায় জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে এমন অবস্থা দেখা যায়। অভিযান পরিচালনা করেন জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. ইমরান হোসাইন।

ইমরান হোসাইন পূর্বকোণকে জানান, প্রতিষ্ঠানটিকে উক্ত অভিযোগ ছাড়াও নানা অনিয়মের দায়ে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়। এসময় বিমান বন্দর রোডস্থ ৬ নং ঘাট এলাকার বিভিন্ন ব্যবসায় প্রতিষ্ঠান পরিদর্শন করে ব্যবসায়ীদের মাঝে ভোক্তা অধিকার আইন সম্পর্কে প্রচারণা চালানো হয়।

পূর্বকোণ/মামুন

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট