চট্টগ্রাম শনিবার, ২০ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

হালদায় অভিযান, সাড়ে ৩ হাজার মিটার অবৈধ জাল জব্দ

হাটহাজারী সংবাদদাতা

২৩ ডিসেম্বর, ২০২০ | ৬:৫৩ অপরাহ্ণ

হালদা নদীকে ‘বঙ্গবন্ধু মৎস্য হেরিটেজ’ ঘোষণার পর হালদা নদীতে অভিযান চালিয়ে ৩ হাজার ৫শ’  মিটার অবৈধ জাল জব্দ করা হয়েছে।

আজ বুধবার (২৩ ডিসেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত হালদা নদীর নয়ারহাট থেকে হালদার মুখ পর্যন্ত অভিযান চালিয়ে এসব জাল ও মাছ শিকারের সরঞ্জাম জব্দ করা হয়। জব্দকৃত জালের রয়েছে ভাসা জাল, চরঘেরা জাল ও কারেন্ট জাল। এর মধ্যে একটি মজবুত জালও জব্দ হয়, যা শুধুমাত্র মা মাছ ধরার জন্য ব্যবহার হচ্ছিল।

অভিযান পরিচালনা করেন হাটহাজারী উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা নাজমুল হুদা। এসময় আইডিএফ এর কর্মচারীসহ আনসার সদস্যরা উপস্থিত ছিলেন।

পূর্বকোণ/মামুন

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট