চট্টগ্রাম শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

ডিজিটাল রেকর্ড রুম: ঘরে বসেই পাওয়া যাবে খতিয়ান

নিজস্ব প্রতিবেদক

২৩ ডিসেম্বর, ২০২০ | ৫:৩৪ অপরাহ্ণ

চট্টগ্রামসহ দেশের ২১ জেলায় চালু হয়েছে ডিজিটাল রেকর্ড রুম। ফলে ঘরে বসেই অনলাইনে পাওযা যাবে খতিয়ানের সার্টিফাইড কপি। আজ বুধবার (২৩ ডিসেম্বর) সচিবালয়ে ২১ জেলায় ডিজিটাল রেকর্ড রুমের নাগরিক সেবা ডিজিটাইজেশন কার্যক্রম উদ্বোধন করেন ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী।

এসময় ভূমিমন্ত্রী জানান, আগামী ৬ থেকে ৭ মাসের মধ্যে পার্বত্য তিন জেলা ছাড়া বাকি ৪০ জেলার রেকর্ড রুমকে ডিজিটাল রেকর্ড রুম হিসেবে চালু করা হবে। চট্টগ্রামে অনলাইনে আবেদনের ক্ষেত্রে যেকোনো সমস্যা সমাধানের জন্য জেলা প্রশাসকের ই-সেবা কেন্দ্রে গঠন করা হয়েছেএকটি ই-পর্চা সহায়তা সেল। চট্টগ্রাম জেলা প্রশাসকের  উদ্যোগে ৩ টি ওয়ান স্টপ সার্ভিস পয়েন্ট চালু করা হয়েছে। হয়রানি বন্ধে এবং রেকর্ড রুমকে দালালমুক্ত করতে সম্পূর্ণ রেকর্ড রুম ও এর আশেপাশের এলাকা সিসি ক্যামেরা দ্বারা সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে।

পূর্বকোণ / আরআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট