চট্টগ্রাম শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪

এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পে অনিয়ম তদন্তে দুদক

১৫ জুন, ২০১৯ | ১:৫৭ পূর্বাহ্ণ

চট্টগ্রামের মেগাপ্রকল্প এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পের ঠিকাদার নিয়োগে অনিয়ম হয়েছে কিনা সে বিষয়ে তদন্ত শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এজন্য তথ্য চেয়ে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষকে (সিডিএ) চিঠি দিয়েছে দুদক। চিঠি পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন প্রকল্প পরিচালক ও সিডিএর নির্বাহী প্রকৌশলী মাহফুজুর রহমান। তিনি বলেন, প্রকল্পের ঠিকাদার নিয়োগ সংক্রান্ত তথ্য চেয়ে চিঠি দিয়েছে দুদক। ইতোমধ্যে চাহিদা অনুযায়ী দুদককে তথ্য সরবরাহ করা হয়েছে। যথাযথ নিয়ম মেনে ঠিকাদার নিয়োগ দেয়া হয়েছে। উর্ধ্বতন কর্তৃপক্ষ অনুমোদনের পর ঠিকাদার কাজ পেয়েছে। তবে কেউ অভিযোগ দিলে দুদক তদন্ত করতে পারে। আমরা তাদের সহযোগিতা করছি। সিডিএ সূত্রে জানা গেছে, লালখান বাজার থেকে শাহ আমানত বিমানবন্দর পর্যন্ত

১৬ কিলোমিটার দীর্ঘ এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পটি বাস্তবায়ন করছে সিডিএ। ২০১৭ সালের ১১ জুলাই জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় ৩ হাজার ২৫০ কোটি ৮৩ লাখ টাকা ব্যয়ের প্রকল্পটি অনুমোদন দেয়া হয়। চলতি বছরের শুরুতে এটির কাজ শুরু হয়। এ প্রকল্পের কাজ পেতে ১০টি প্রতিষ্ঠান দরপত্র সংগ্রহ করে। এর মধ্যে চার প্রতিষ্ঠান শর্ত পূরণে ব্যর্থ হয়। ছয় প্রতিষ্ঠানের মধ্যে সর্বনিম্ম দরদাতা হিসেবে ২ হাজার ৮৫৪ কোটি ৫৬ লাখ টাকায় কাজটি পায় ম্যাক্স র‌্যাংকিন জেভি। প্রতিষ্ঠানটি এর আগে সিডিএর একাধিক প্রকল্পের কাজ পায়।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট