চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪

হালদা নদী থেকে হাজার মিটার জাল উদ্ধার

হালদা নদী থেকে হাজার মিটার জাল উদ্ধার

হাটহাজারী সংবাদদাতা

২২ ডিসেম্বর, ২০২০ | ১০:০৬ অপরাহ্ণ

হালদা নদীর জীব বৈচিত্র্য রক্ষায় হাটহাজারীতে অবৈধভাবে মাছ ধরাকালীন ১ হাজার মিটার জাল জব্দ করা হয়েছে।

আজ মঙ্গলবার (২২ ডিসেম্বর) বিকালে উপজেলার গুমানমর্দন ইউনিয়নের ধুরং এর মুখ এলাকায় ইউএনও’র নির্দেশে এ অভিযান চালায় গুমানমর্দন ইউনিয়ন পরিষদ। পরে জালগুলো পরিষদে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।

ইউএনও রুহুল আমীন পূর্বকোণকে জানান, নদীতে জাল দিয়ে মাছ শিকারের করায় স্থানীয় চেয়ারম্যান চৌকিদারদের সহায়তায় ১ হাজার মিটার জাল উদ্ধার করে। সরকার হালদাকে অভয়াশ্রম হিসেবে ঘোষণা করার পর থেকে সারাবছর নদীতে মাছ আহরণ নিষেধ। এরপরও এক শ্রেণির কিছু লোক নিষেধাজ্ঞা অমান্য করে জাল দিয়ে মাছ শিকার করে আসছে। হালদা নদীর হালদা নদীর মা মাছ, ডলফিন এবং জীববৈচিত্র্য রক্ষায় এমন অভিযান অব্যাহত থাকবে।

 

পূর্বকোণ/মামুন

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট