চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪

রতœগর্ভা মা সম্মাননা অনুষ্ঠানে চট্টগ্রাম বিভাগীয় কমিশনার

শিশুকে যোগ্য নাগরিক রূপে গড়ে তুলতে মায়ের ভূমিকা গুরুত্বপূর্ণ

১৫ জুন, ২০১৯ | ১:৫২ পূর্বাহ্ণ

চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মো. আবদুল মান্নান বলেছেন, পৃথিবীতে মায়ের সাথে কারো তুলনা হয় না। তাদের অনেক বৈশিষ্ট্য আছে। মহান সৃষ্টিকর্তা মা’দের যে সহ্য, ধৈর্য, ত্যাগ ও ধারণ ক্ষমতা দিয়েছেন তা পুরুষদের দেয়নি। মা বেঁচে থাকার জন্য অনেক কিছু করতে পারে ,কিন্তু পুরুষেরা পারেনা। শিশুকে লালন পালন, সুশিক্ষিত ও যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে একজন মা নিয়ামক ভূমিকা পালন করে থাকেন।
সৎ, ন্যায়পরায়ণ সন্তান দেশ ও জাতির জন্য রতœস্বরুপ। আর সে রতœ যিনি গর্ভে ধারন করেন ও সন্তানকে মানুষের মত মানুষ করে গড়ে তুলেন তিনিই রতœগর্ভা মা। রতœগর্ভা মায়ের সন্তানেরাই যুগে যুগে সমৃদ্ধ দেশ উন্নত সমাজ ও মর্যাদাশীল জাতি বিনির্মাণে অনন্য ভুমিকা রাখতে পারে। গতকাল শুক্রবার চট্টগ্রাম প্রেস ক্লাবের বঙ্গবন্ধু হলে আন্তর্জাতিক মা দিবস ও মাসিক চাটগাঁ ডাইজেস্ট এর ২৫ বর্ষপূর্তি উপলক্ষে ২০ রতœগর্ভা মা সম্মাননা-২০১৯ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মাসিক চাটগাঁ ডাইজেস্ট পত্রিকার প্রধান সম্পাদক প্রফেসর ড. জয়নাব বেগমের সভাপতিত্বে ও বিটিভি’র উপস্থাপিকা কোহিনুর আক্তার সাকীর সঞ্চালনায় অনুষ্ঠিত মা সম্মাননা অনুষ্টানের উদ্বোধন করেন শিক্ষাবিদ ও নজরুল সঙ্গীত শিল্পী প্রফেসর হাসিনা জাকারিয়া বেলা। বিশেষ অতিথি ছিলেন এশিয়ান ইউনিভার্সিটি ফর ওমেন’র পরিচালক রেহানা আলম খান, চট্টগ্রাম কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর ফজলুল হক, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সভাপতি নাজিম উদ্দিন শ্যামল ও চট্টগ্রাম লেডিস ক্লাবের সভানেত্রী খালেদা আওয়াল । স্বাগত বক্তব্য রাখেন, মাসিক চাটগাঁ ডাইজেস্ট পত্রিকার সম্পাদক সিরাজুল করিম মানিক। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মোসলেহ উদ্দিন আহমদ, ব্যাংকার মো. ফোরকান উল্লাহ ও মাসিক চাটগাঁ ডাইজেস্ট পত্রিকার পরিচালনা সম্পাদক প্রকৌশলী নাবিলা পান্না প্রমুখ। অনুষ্ঠানে ’আমাদের মা’ নামক কবিতা পাঠ করে শোনান অনুষ্টানের প্রধান অতিথি চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মো. আবদুল মান্নান। অনুষ্ঠান শেষে ২০ রতœগর্ভা মা’কে সনদপত্রসহ সম্মাননা স্মারক তুলে দেন প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিবৃন্দ।
সম্মাননাপ্রাপ্ত রতœগর্ভা মায়েরা হচ্ছেন- দিপালী চাকমা, আলো রানী সেন, রোকেয়া বেগম, মোরশেদা বেগম, উম্মে কুলসুম, বেগম সামসুন নাহার, প্রনতি বড়–য়া, আরজুমান চৌধুরী, সারোয়ার জাহান লুৎফে আরা, সৈয়দা দোররে শাহওয়ার, বেগম শাহজাদী জহুর, রাধা রানী দাশ, সৈয়দা মোরশিদা পারভীন, সুফিয়া আকতার, পারভীন তাহমিনা সেলিনা বানু, লায়ন জাহানারা বেগম, শাহনাজ বেগম, হাসিনা চৌধুরী, নাজমা ইলিয়াছ ও রাজিয়া মাসুদ।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট