চট্টগ্রাম শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

চট্টগ্রামের সকল এমপি ও আ.লীগ নেতাদের বৈঠক ১ জানুয়ারি

নিজস্ব প্রতিবেদক

২২ ডিসেম্বর, ২০২০ | ৪:০৪ অপরাহ্ণ

চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী এম রেজাউল করিম চৌধুরীর পক্ষে গতকাল (সোমবার) চট্টগ্রাম সার্কিট হাউসে বৈঠক করেছেন পাঁচ সংসদ সদস্য। বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের আহ্বানে এই সভা হয়। তবে সভায় চট্টগ্রামের সব এমপি না আসায় আগামী ১ জানুয়ারি সকল এমপি এবং চট্টগ্রাম জেলা ও মহানগরের সকল নেতাদের নিয়ে আবার বৈঠকের সিদ্ধান্ত হয়।

সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি, দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মোছলেম উদ্দিন আহমদ এমপি, এ বি এম ফজলে করিম চৌধুরী এমপি, মোস্তাফিজুর রহমান এমপি, ড. আবু রেজা মুহাম্মদ নিজামউদ্দিন নদভী, চট্টগ্রাম বিভাগীয় উপজেলা চেয়ারম্যান সমিতির সভাপতি এহসানুল হায়দর চৌধুরী বাবুলসহ নেতৃবৃন্দ। দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মোছলেম উদ্দিন আহমদ এমপি বলেন, নৌকা প্রতীকের বিজয় নিশ্চিত করতে কৌশল নির্ধারণী সভা ছিল এটি। যেহেতু সবাই আসেনি আলাপ সংক্ষিপ্ত করে সভা শেষ করা হয়েছে। আগামি ১ জানুয়ারি আরেকটি সভা ডাকা হয়েছে। জানতে চাইলে এমপি মোস্তাফিজুর রহমান পূর্বকোণকে জানান, বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের আহ্বানে তারা গতকাল (সোমবার) চট্টগ্রাম সার্কিট হাউজে বসেছিলেন। তারা পাঁচজন এমপি ছিলেন। মূলত নৌকা প্রতীকের প্রার্থী এম রেজাউল করিম চৌধুরীর পক্ষে নিজ নিজ আসনের যেসব বাসিন্দা, যারা সিটি কর্পোরেশন এলাকায় ভোটার তাদেরকে নৌকার পক্ষে জনমত তৈরির বিষয়ে আলোচনা হয়েছে।

পূর্বকোণ/এএ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট