চট্টগ্রাম শনিবার, ২০ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

শুলকবহরে ছিনতাই: চার যুবক গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

২১ ডিসেম্বর, ২০২০ | ৯:০৩ অপরাহ্ণ

নগরীর  শুলকবহরে  এক ব্যক্তিকে ছুরিকাঘাতের পর মোবাইল, ল্যাপটপ ও টাকা ছিনতাইয়ের ঘটনায় ৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ সোমবার (২১ ডিসেম্বর) নগরীর কোতোয়ালী ও চান্দগাঁও থানা এলাকায় পৃথক অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়েছে বলে জানান পাঁচলাইশ থানার ওসি আবুল কাশেম ভুঁইয়া।

গ্রেপ্তারকৃতরা হল: মোহাম্মদ ইদ্রিস (২২), ইমন বড়ুয়া (২৩), ইব্রাহিম বাপ্পি (২৭) ও মিজানুর রহমান রনি (২৭)।

ওসি আবুল কাশেম ভুঁইয়া জানান, ‘ আজ সোমবার বিকেল পর্যন্ত পৃথক অভিযানে তথ্যপ্রযুক্তির সহায়তায় ছিনতাই ঘটনার সাথে জড়িত চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃত ব্যক্তিরা চোরাই মোবাইল কেনাবেচার সাথে সম্পৃক্ত।

উল্লেখ্য, গত ১৮ ডিসেম্বর ভোররাতে ঢাকা থেকে বাসায় ফেরার পথে আসিফুল হক চৌধুরীকে শুলকবহর  আলামিন হাউজিং সোসাইটির সামনে চার যুবক তার পথরোধ করে ছুরিকাঘাত করে। পরে ২৭ হাজার টাকা দামের মোবাইল, ৩০ হাজার টাকা দামের ল্যাপটপ ও নগদ ৫ হাজার টাকা নিয়ে পালিয়ে যায়।

পূর্বকোণ / আরআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট