চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪

রামুতে ৬ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

কক্সবাজার সংবাদদাতা

২১ ডিসেম্বর, ২০২০ | ৬:৪০ অপরাহ্ণ

রামুতে নোংরা পরিবেশে খাবার পরিবেশন, মূল্য তালিকা না রাখায় ৬ প্রতিষ্ঠানকে ১৫ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা  অধিদপ্তর । আজ সোমবার (২১ ডিসেম্বর) দুপুর থেকে বিকেল পর্যন্ত অধিদপ্তরের সহকারী পরিচালক মো. ইমরান হোসাইনের নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়।

মো. ইমরান হোসাইন জানান, মূল্য তালিকা না রাখার অপরাধে ইসলামিয়া স্টোরে ২ হাজার টাকা, জামাল সুপার শপকে ২ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া নোংরা পরিবেশে খাবার প্রস্তুত ও সংরক্ষণ করার অপরাধে আল-মদিনা হোটেলকে ৫ হাজার টাকা, আবু সৈয়দ হোটেলকে ৩ হাজার টাকা ও শাহ মজিদিয়া হোটেলকে ৩ হাজার টাকা করে জরিমানা করা হয়।

জনস্বার্থে  ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান অব্যাহত থাকবে বলে জানান সহকারি পরিচালক ইমরান হোসেন।

পূর্বকোণ / আরআর-আরাফাত

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট