চট্টগ্রাম শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

যাত্রীবেশে ট্যাক্সি ছিনতাইয়ের চেষ্টা, চালক আহত কর্ণফুলীতে

নিজস্ব সংবাদদাতা, কর্ণফুলী

১৫ জুন, ২০১৯ | ১:১৯ পূর্বাহ্ণ

কর্ণফুলী উপজেলার ইউনুছ মার্কেট এলাকায় সিএনজিচালিত ট্যাক্সি ছিনতাই করার চেষ্টা চালিয়েছে যাত্রীবেশে ছিনতাইকারীরা। কিন্তু ট্যাক্সিচালকের চিৎকারে পথচারীরা এগিয়ে আসলে ছিনতাইকারীরা পালিয়ে যায়। তবে ট্যাক্সি ছিনতাইয়ে ব্যর্থ হলেও ছিনতাইকারীরা চালকের নগদ ১৭০০ টাকা, মোবাইল, হাতঘড়ি, ট্যাক্সির লাইসেন্স এবং চাবি কেড়ে নিয়ে পালিয়ে যায়। বুধবার দিবাগত রাত প্রায় একটার দিকে উপজেলার ইউনুছ মার্কেট এলাকায় শাহ আমানত সেতু সংযোগ সড়ক ফুটওভার ব্রিজের নিচে এ ঘটনা ঘটে। যাত্রীবেশে ওঠা ছিনতাইকারীদের মারধরে সিএনজি ট্যাক্সিচালক মো. ইসমাইল আহত হন।
স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার দিবাগত রাত প্রায় একটার দিকে উপজেলার মইজ্জ্যারটেক মোড় থেকে নিউমার্কেট যাওয়ার কথা বলে ট্যাক্সিতে উঠে যাত্রীবেশে পাঁচ ছিনতাইকারী। ট্যাক্সিটি কর্ণফুলী সেতুর টোলবক্স পার হয়ে সেতুর আগে ইউনুছ মার্কেট ফুটওভার ব্রিজের নিচে অন্ধকার এলাকায় পৌঁছালে ছিনতাইকারীরা চালককে মারধর শুরু করে। এ সময় ছিনতাইকারীরা অস্ত্র ও ছুরির ভয় দেখিয়ে চালকের কাছ থেকে নগদ ১৭০০ টাকা, মোবাইল, হাতঘড়ি, গাড়ির লাইসেন্স এবং চাবি কেড়ে নেয়। এরপর ছিনতাইকারীরা ট্যাক্সিটি ছিনিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করলে চালকের চিৎকারে পথচারীরা এগিয়ে আসলে তারা পালিয়ে যায়।
এ বিষয়ে জানতে চাইলে কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর মাহমুদ বলেন, ট্যাক্সি ছিনতাই করার চেষ্টার ঘটনায় অভিযোগ পেয়েছি। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে অপরাধীদের শনাক্ত করার চেষ্টা চলছে।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট