চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৮ মার্চ, ২০২৪

সর্বশেষ:

ইপসার সভায় নিট পপুলেশন সার্ভে রিপোর্ট উপস্থাপন

ইপসার সভায় নিট পপুলেশন সার্ভে রিপোর্ট উপস্থাপন

নিজস্ব প্রতিবেদক

১৯ ডিসেম্বর, ২০২০ | ১০:৩৩ অপরাহ্ণ

বেসরকারি উন্নয়ন সংস্থা ইপসা ও চট্টগ্রাম মহিলা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের এক যৌথ সভা আজ অনুষ্ঠিত হয়। সভায় নিট পপুলেশন সার্ভে রিপোর্ট উপস্থাপন এবং সরকারি প্রশিক্ষণ সেবাপ্রদানকারী প্রতিষ্ঠানগুলোর সাথে আলোচনা অনুষ্ঠিত হয়েছে।

আজ শনিবার (১৯ ডিসেম্বর) একশন এইডের বাংলাদেশের সহযোগিতায় চট্টগ্রাম মহিলা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের সম্মেলন কক্ষে এর আয়োজন করা হয়।

চট্টগ্রাম মহিলা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আশরিফা তানজীমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিএমপি উপ-পুলিশ কমিশনার (উত্তর) বিজয় বসাক। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশন প্রশাসকের একান্ত সচিব ও সিনিয়র সহকারী সচিব আবুল হাশেম। অনুষ্ঠানের সঞ্চালনা করেন ইপসা এপিলাপ প্রজেক্ট ম্যানেজার ফারহানা ইদ্রিস।

সভায় উপস্থিত ছিলেন যুব উন্নয়ন কর্মকর্তা জাহান উদ্দিন, বাংলাদেশ কোরিয়া টেকনিক্যাল ট্রেনিং সেন্টারের উপাধ্যক্ষ নিবেদিতা দাস, বিডা চট্টগ্রাম জেলার ট্রেনিং কো-অর্ডিনেটর সিন্ধু গাইন, ইপসার সিনিয়র প্রোগ্রাম অফিসার ওমর শাহেদ হিরো, ইপসা এফোর আই প্রজেক্টের প্রোগ্রাম অফিসার শোভন চৌধুরীসহ আরও অনেকে।  

প্রধান অতিথির বক্তব্যে সিএমপি উপ-পুলিশ কমিশনার (উত্তর) বিজয় বসাক বলেন, কারিগরি প্রশিক্ষণের মাধ্যমেই যুব সমাজের দক্ষতার উন্নয়ন সম্ভব। তাই যুবাদের কারিগরি প্রশিক্ষণের উপর জোর দেওয়া প্রয়োজন।

চট্টগ্রাম সিটি কর্পোরেশন প্রশাসকের একান্ত সচিব ও সিনিয়র সহকারী সচিব আবুল হাশেম বলেন, চাকরি মেলার মাধ্যমে কারিগরি প্রশিক্ষণ কার্যক্রম সর্ম্পকে প্রচার-প্রচারণা করা যেমন সম্ভব তেমনি কারিগরি প্রশিক্ষণ পাওয়া শিক্ষার্থীদের দ্রুত চাকরির ব্যবস্থা করাও সম্ভব।

 

পূর্বকোণ/মামুন

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট