১৫ জুন, ২০১৯ | ১২:০১ পূর্বাহ্ণ
নিজস্ব প্রতিবেদক
একাধিক মামলার আসামি মোহাম্মদ মহসীন (২৬) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে আকবরশাহ থানা পুলিশ। আজ রাত সাড়ে ৮টার দিকে নগরীর আকবরশাহ থানাধীন বিশ্ব কলোনী এলাকার এম ব্লক থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার হওয়া মোহাম্মদ মহসীন (২৬) আকবরশাহ থানাধীন বিশ্ব কলোনী এলাকার এম ব্লকের বাসিন্দা মো. মুসা মিয়ার ছেলে।
স্থানীয়রা জানায়, রাত সাড়ে ৮টার দিকে ইয়াবাসহ তাকে গ্রেপ্তার করে নিয়ে যায় পুলিশ।
তবে ইয়াবাসহ আটকের বিষয়টি অস্বীকার করেন আকবরশাহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসীম উদ্দিন। তিনি পূর্বকোণকে বলেন, একটি মারামারির ঘটনায় রাত সাড়ে ৮টার দিকে আকবরশাহ থানাধীন বিশ্ব কলোনী এলাকার এম ব্লক থেকে মহসীনকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে কোন ইয়াবা পাওয়া যায়নি। তবে তার বিরুদ্ধে আকবরশাহ থানায় পূর্বে দুটি মামলা রয়েছে বলে জানান ওসি।