চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

অর্ধযুগে দেড়শ চুরি, অবশেষে গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

১৪ জুন, ২০১৯ | ১০:২০ অপরাহ্ণ

বাসা-বাড়ি ও অফিসের গ্রিল কেটে ৬ বছরে প্রায় দেড়শ চুরি করেছে আনোয়ার। কথায় আছে, ‘চোরের দশ দিন আর গৃহস্তের একদিন’। তেমনি সব চোরের মত আনোয়ারের কপালেও শেষ দিনটি নিয়ে এসেছে নগরীর সদরঘাট থানার পুলিশ। আজ শুক্রবার (১৪ জুন) আনোয়ার (২৩) কে খুলশী থানাধীন ঝিলের পাড় এলাকা থেকে গ্রেপ্তার করে পুলিশ।

সদরঘাট থানার পরিদর্শক (তদন্ত) রুহুল আমিন পূর্বকোণকে বলেন, গত ২৩ এপ্রিল সকাল পৌনে ৯ টায় সদরঘাট থানাধীন কদমতলী এলাকার একটি টান্সপোর্ট অফিসে গ্রীল কেটে চুরি করে একদল চোর। এ ঘটনায় সদরঘাট থানায় একটি মামলা দায়ের করা হলে মামলাটির তদন্তে নামে পুলিশ। যেখানে এ চুরি চক্রের মুলহোতা হিসেবে ওঠে আসে আনোয়ারের নাম। সর্বশেষ আজ শুক্রবার (১৪ জুন) সকালে খুলশী থানাধীন ঝিলের পাড় এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
আনোয়ার গত সাত বছর ধরে চুরির সাথে জড়িত। গ্রিল কেটে ১৫০টিরও বেশি বাসা-বাড়ি ও অফিস চুরি করেছে সে।

গ্রেপ্তার হওয়া আনোয়ার নোয়াখালী জেলার সেনবাগ থানার মতিয়ারা ইউনিয়নের মোহাম্মদপুর গ্রামের মৃত ফয়েজ আহম্মদের ছেলে বলে জানান পরিদর্শক রুহুল আমিন।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট