চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪

শহীদ বেদিতে বোধনের শ্রদ্ধা নিবেদন

অনলাইন ডেস্ক

১৬ ডিসেম্বর, ২০২০ | ১:১৮ অপরাহ্ণ

স্বাধীনতার ৪৯তম বর্ষে বিজয় দিবসে শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন বোধন আবৃত্তি পরিষদ।

আজ (১৬ ডিসেম্বর) ভোরের কুয়াশা উপেক্ষা করে বোধনের কর্মীরা ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। হানাদারদের বিরুদ্ধে নয় মাসের যুদ্ধে বিজয়ের এইদিনে জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণ করেছেন তারা। নতুন প্রজন্মের হাতে শোভা পেয়েছে জাতীয় পতাকা। গায়ে লাল-সবুজের কাপড় জড়িয়ে শহীদ বেদিতে ফুলের অর্ঘ দিয়েছেন বিভিন্ন সংগঠনের সদস্যরা।

ফুলেল শ্রদ্ধা নিবেদনে উপস্থিত ছিলেন ইসমাইল চৌধুরী সোহেল, সঞ্জয় পাল, বিপ্লব কুমার শীল, জসিম উদ্দিন, পার্থ বড়ুয়া, শুভাগত বড়ুয়া, সাজ্জাদ চৌধুরী, শ্রেয়সী স্রোতস্বিনী, শংকর প্রসাদ নাথ, উর্মি দেবী, ইভান পাল, ঈশা দে প্রমুখ।

উল্লেখ্য, মঙ্গলবার (১৫ ডিসেম্বর) সন্ধ্যে সাড়ে ৬টায় নগরীর জামালখান মোড়ে ডা. খাস্তগীর স্কুলের সামনে বোধন আবৃত্তি পরিষদ চট্টগ্রামের আয়োজনে বাংলাদেশের পঞ্চাশ বছরে পদার্পণ উপলক্ষ্যে বিজয়ের প্রাক মুহুর্ত উদযাপন করা হয়। এই সময় শহীদদের স্মরণে প্রদীপ প্রজ্জ্বলন করা হয়।  এছাড়া ভাস্কর্যবিরোধী সাম্প্রদায়িক অপশক্তিকে রুখে দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন সাংস্কৃতিক সংগঠন ‘বোধন’ এর কর্মীরা।  

আবৃত্তিশিল্পী সঞ্জয় পালের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা নৌ কমান্ডার আনোয়ার মিয়া, বোধন আবৃত্তি পরিষদের সাধারণ সম্পাদক এস এম আব্দুল আজিজ।

পূর্বকোণ/পিআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট