চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

চট্টগ্রাম শিক্ষা বোর্ডে মানববন্ধন ও প্রতিবাদ সভা

বঙ্গবন্ধুর মর্যাদার প্রশ্নে আপোস নয়

চট্টগ্রাম শিক্ষা বোর্ডে মানববন্ধন ও প্রতিবাদ সভা

নিজস্ব প্রতিবেদক

১৫ ডিসেম্বর, ২০২০ | ১১:৪০ অপরাহ্ণ

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের মুক্তি সংগ্রামের মহানায়ক। বঙ্গবন্ধুর মর্যাদার প্রশ্নে কোন অপশক্তির ষড়যন্ত্রের কাছে আপোস না করার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেছেন চট্টগ্রাম শিক্ষা বোর্ডের কর্মকর্তা কর্মচারীরা। মঙ্গলবার সকাল সাড়ে ১০ টায় চট্টগ্রাম শিক্ষা বোর্ড চত্বরে কুষ্টিয়ায় জাতির পিতার ভাস্কর্য ভাঙ্গার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

সভায় বক্তারা বলেন, বঙ্গবন্ধুর বাংলাদেশের সংবিধানের অংশ। প্রজাতন্ত্রের সেবক হিসেবে বঙ্গবন্ধু ও সংবিধানের মর্যাদা রক্ষায় আমরা অতন্দ্র প্রহরীর মত কাজ করে যাব।

চট্টগ্রাম শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর প্রদীপ চক্রবর্তীর সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন সচিব প্রফেসর আবদুল আলীম, পরীক্ষা নিয়ন্ত্রক নারায়ণ চন্দ্র নাথ, কলেজ পরিদর্শক প্রফেসর মো. জাহেদুল হক, বিদ্যালয় পরিদর্শক ড. বিপ্লব গাঙ্গুলী, উপ-সচিব মোহাম্মদ বেলাল হোসেন, উপ-কলেজ পরিদর্শক মোহাম্মদ হালিম, উপ বিদ্যালয় পরিদর্শক আবুল বাশার, উপ-পরীক্ষা নিয়ন্ত্রক নারায়ণ নাথ, হিসাব রক্ষণ কর্মকর্তা একেএম ইকবাল হোসেন, অডিট অফিসার মৃনাল চন্দ্র নাথ, সিনিয়র সিস্টেম এনালিস্ট কিবরিয়া মাসুদ খান সহ বোর্ডের সকল কর্মকর্তা কর্মচারীরা অংশ নেন।

 

 

 

পূর্বকোণ/আইবিএইচ-আরপি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট