১৪ ডিসেম্বর, ২০২০ | ৫:১৫ অপরাহ্ণ
নাইক্ষ্যংছড়ি সংবাদদাতা
নাইক্ষ্যংছড়ির ঘুমধুমে পৃথক অভিযানে ৬০ হাজার ১শ’ ৫০ পিস ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।
আজ সোমবার (১৪ ডিসেম্বর) সকালে ইউনিয়নের বেতবুনিয়া হেডম্যন পাড়া, ঘুমধুম টিভি টাওয়ারে অভিযান চালিয়ে তাদের আটক করে নাইক্ষ্যংছড়ি থানা পুলিশ।
আটককৃতরা হলো, ঘুমধুম ইউনিয়নের ঘোনার পাড়ার বাদশা মিয়ার ছেলে জিয়াউল হক (২৮), বালুখালি ২০ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের তবারক আলীর ছেলে নুর মোহাম্মদ (২০), বালুখালি ২ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের হাসেম মোল্লার ছেলে ছৈয়াদ কাসেম ( ২১)।
নাইক্ষ্যংছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ আলমগীর হোসেন জানান, ঘুমধুম সীমান্ত থেকে ইয়াবাসহ নাইক্ষংছড়ি প্রবেশ করার সময় তাদের আটক করা হয়। আটককৃতদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
পূর্বকোণ/শামীম-এনএইচ
The Post Viewed By: 123 People