১৩ ডিসেম্বর, ২০২০ | ১১:১১ অপরাহ্ণ
নিজস্ব প্রতিবেদক
করোনাক্রান্ত যাত্রীকে মালয়েশিয়ার কুয়ালালামপুর থেকে দেশে আনায় এয়ার এশিয়াকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।
আজ রবিবার ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট আহমেদ জামিল।
নির্বাহী ম্যাজিস্ট্রেট আহমেদ জামিল পূর্বকোণকে জানান, এয়ার এশিয়ার ফ্লাইটটি মধ্যরাতে ঢাকায় অবতরণ করে। এতে ৯৮ জন যাত্রী ছিলেন। তাদের মধ্যে একজন করোনাক্রান্ত রোগী। কুয়ালালামপুর থেকে পাওয়া সনদেও উল্লেখ রয়েছে তিনি করোনায় আক্রান্ত। বোর্ডিংয়ের সময় বিষয়টি লক্ষ না করায় ওই প্রবাসী বাংলাদেশে চলে আসেন।
এদিকে, গতকাল শনিবার দুপুর দেড়টায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট চার শতাধিক যাত্রী নিয়ে রিয়াদ থেকে ঢাকায় পৌঁছে। এদের মধ্যে ছয় যাত্রীর কাছে নির্ধারিত পিসিআর টেস্টের সনদ ও বিএমইটির রেজিস্ট্রেশন না থাকায় তাদের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে পাঠানো হয়। যথাযথ প্রক্রিয়া অনুসরণ না করে যাত্রী পরিবহন করায় বিমানকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।
পূর্বকোণ/এন.এইচ
The Post Viewed By: 105 People