চট্টগ্রাম শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

আংশিক মেঘলা থাকতে পারে চট্টগ্রামের আকাশ

আবহাওয়া ডেস্ক

১৩ ডিসেম্বর, ২০২০ | ৮:৫৫ অপরাহ্ণ

অস্থায়ীভাবে আংশিক মেঘলাসহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে চট্টগ্রামের আকাশ। ক্রমান্বয়ে বাড়তে থাকবে চলতি মাসে দিন ও রাতের তাপমাত্রা। রবিবার (১৩ ডিসেম্বর) এক সংবাদ বার্তায় অভ্যন্তরীণ আবহাওয়া অধিদপ্তর এ তথ্য জানায়।

আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়, গত সপ্তাহের চেয়ে চলতি সপ্তাহে তাপমাত্রা তুলনামূলকভাবে কমেছে। আজ মাঝরাত থেকে সকাল পর্যন্ত নদী অববাহিকা ও তৎসংলগ্ন এলাকায় মাঝারি থেকে ঘন এবং অন্যত্র হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা থাকতে পারে। তাছাড়া প্রায় অপরিবর্তিত থাকতে পারে রাত ও দিনের তাপমাত্রা।

পূর্বাভাসে আরো জানানো হয়, ঘণ্টায় ৫-১০ কি.মি বেগে উত্তর ও উত্তর-পূর্ব দিক থেকে বাতাস প্রবাহিত হতে পারে। আজ রবিবারের সর্বোচ্চ তাপমাত্রা ২৭ ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রা ১৬ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।

 

 

 

পূর্বকোণ/ আরপি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট