চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৮ মার্চ, ২০২৪

সর্বশেষ:

‘আইন করে স্বাধীনতাবিরোধীদের সকল কর্মকাণ্ড নিষিদ্ধ করা হোক’

নিজস্ব প্রতিবেদক

১৩ ডিসেম্বর, ২০২০ | ৯:১৪ অপরাহ্ণ

স্বাধীনতাবিরোধী অপশক্তির বিরুদ্ধে একাত্তরের মত গণপ্রতিরোধ গড়তে হবে। যারা মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছিল তারা স্বাধীনতাকে মেনে নেয়নি বিগত পঞ্চাশ বছরেও। তারাই বঙ্গবন্ধুর কালজয়ী নেতৃত্বে বাঙালির স্বাধীনতাকে বিনষ্ট করার অপচেষ্টা চালিয়ে আসছে অব্যাহতভাবে। এরাই বঙ্গবন্ধুর ভাষ্কর্যে আঘাত করে চরম ধৃষ্টতা দেখিয়েছে। আইন করে স্বাধীনতা বিরোধীদের সকল কর্মকাণ্ড নিষিদ্ধ করা হোক। আজ রবিবার (১৩ ডিসেম্বর) শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে চট্টগ্রাম জেলা ও মহানগর সেক্টর কমান্ডার্স ফোরাম আয়োজিত প্রদীপ প্রজ্জ্বলন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা ও একুশে পদকপ্রাপ্ত সমাজ বিজ্ঞানী ড. অনুপম সেন এসব কথা  বলেন।

চট্টগ্রাম কেন্দ্রীয় শহীদ মিনারে সংগঠনের জেলা সভাপতি বীর মুক্তিযোদ্ধা নুরুল আলম মন্টুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নূরে আলম সিদ্দিকীর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক বেদারুল আলম চৌধুরী বেদার। অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের চট্টগ্রাম মহানগর সভাপতি বীর মুক্তিযোদ্ধা ডা. সরফরাজ খান চৌধুরী বাবুল, নারীনেত্রী দিলোয়ারা ইউসুফ, মুক্তিযোদ্ধা অধ্যাপক ডা. জাহিদ হোসেন শরীফ, মুক্তিযোদ্ধা ফজল আহমেদ, মুক্তিযোদ্ধা সাধন চন্দ্র বিশ্বাস, ফোরকান উদ্দিন আহমেদ, চট্টগ্রাম বিশ্ববিদ্যায়ের শিক্ষক হিমু হামিদ, ড. ওমর ফারুক রাসেল, মোহাম্মদ আলী, মুক্তিযোদ্ধা গৌরীশংকর চৌধুরী, মুক্তিযোদ্ধা বাদশা মিয়া, মুক্তিযোদ্ধা লেয়াকত হোসেন, মুক্তিযোদ্ধা নুরুল আমীন, প্রকৌশলী রথিন সেন, এড.ইফতেখার রাসেল,সাহেদ মুরাদ শাকু, এড. সাইফুন্নাহার খুশী, জসীম উদ্দিন, ইঞ্জিনিয়ার পলাশ বড়ুয়া, মনোয়ার জাহান মনি, উপজেলা ভাইস চেয়ারম্যান মোক্তার বেগম মুক্তা, হাজী সেলিম রহমান প্রমুখ।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট