চট্টগ্রাম শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

রেলে ২২ হাজার কর্মী নিয়োগ জানুয়ারি থেকে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

১৩ ডিসেম্বর, ২০২০ | ৮:৪২ অপরাহ্ণ

বাংলাদেশ রেলওয়ে ক্যাডার বহির্ভূত কর্মচারী নিয়োাগ বিধিমালা-২০২০ গেজেট আকারে প্রকাশ হয়েছে। এর ফলে বাংলাদেশ রেলওয়ে লোকবল নিয়োগ সংক্রান্ত দীর্ঘদিনের সমস্যা অবসান হতে চলেছে। রবিবার (১৩ ডিসেম্বর) এ বিষয়ে রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন জানিয়েছেন  লোকবল সঙ্কটে থাকা রেলওয়ের সেবার মান বাড়াতে দ্রুত লোকবল নিয়োগের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ।

তিনি আরও জানান, রেলে কর্মী নিয়োগ দেবার সীমা ছিল ৪০ হাজার, বর্তমানে তা বাড়িয়ে রাষ্ট্রপতি ৪৭ হাজার ৭০০ লোকবল নিয়োগের অনুমতি দিয়েছেন। এখন আমাদের ২৫-২৬ হাজারের মত কর্মী আছে। বাকি ২২ হাজারের মত কর্মী আমরা জরুরি ভিত্তিতে ২০২১ সালের জানুয়ারি থেকে প্রজ্ঞাপন দিয়ে পরীক্ষার মাধ্যমে যাচাই-বাছাই করে নিয়োগ প্রক্রিয়া শুরু করবো।

এতে লোকবল নিয়োগের ক্ষেত্রে লিখিত পরীক্ষা কোন কোন বিষয়ের উপর হবে, কত নাম্বার থাকবে এবং কত সময় ধরে হবে এগুলো সবই বিস্তারিতভাবে নিয়োগ বিধিতে উল্লেখ করা হয়েছে। তাছাড়া কিভাবে পদন্নোতি হবে সেটাও বলা হয়েছে।

উল্লেখ্য, বাংলাদেশ রেলওয়ের ১৯৮৫ সালের নিয়োগ বিধি বাতিল হওয়ার পর থেকেই সংস্থাটির সব ধরনের নিয়োগ স্থগিত হয়ে যায় । এর ফলে বাংলাদেশ রেলওয়ে জনবল সংকট দেখা দেয়।

পূর্বকোণ / আরআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট