চট্টগ্রাম শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

হাটহাজারীতে মাছ ধরার সরঞ্জামসহ ৩টি নৌকা ধবংস

হাটহাজারী প্রতিনিধি

১৩ ডিসেম্বর, ২০২০ | ১১:৫৭ পূর্বাহ্ণ

হালদা নদীর মা মাছ, ডলফিন এবং জীব বৈচিত্র্য রক্ষায় নদীতে অভিযান চালিয়ে অবৈধভাবে ঘেরা জাল দিয়ে মাছ ধরার সময় ১ হাজার মিটার জাল জব্দ ও মাছ ধরার সরঞ্জাম সহ ৩টি নৌকা ধবংস করেছে ভ্রাম্যমাণ আদালত।

শনিবার (১২ ডিসেম্বর) রাতে উপজেলার গড়দুয়ারা ইউনিয়নের নয়াহাট এলাকায় অভিযান চালিয়ে এসব জব্দ করে।

এ অভিযানের নেতৃত্ব দেন হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রুহুল আমীন । তিনি বলেন, ‘‘সরকার হালদাকে অভয়াশ্রম হিসেবে ঘোষণা করার পর থেকে সারাবছর নদীতে মাছ ধরা নিষেধ। এরপরেও এক শ্রেণির কিছু লোক নিষেধাজ্ঞা অমান্য করে জাল দিয়ে মাছ শিকার করে আসছে। শনিবার রাতে নদী থেকে অবৈধভাবে ঘেরা জাল দিয়ে গড়দুয়ারা নয়াহাট এলাকায় মাছ শিকার করার সময় খবর পেয়ে ১ হাজর মিটার জাল ও তিনটি নৌকাসহ মাছ ধরার সরঞ্জাম উদ্ধার করে, এসব ধবংস করা হয়।

হালদা নদীতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।

পূর্বকোণ/পিআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট