চট্টগ্রাম মঙ্গলবার, ১৬ এপ্রিল, ২০২৪

ভুক্তভোগীদের কাছে বর্ণনা শুনলেন

চট্টলা এক্সপ্রেসে ডাকাতি তদন্তে রেলওয়ে পুলিশ

নিজস্ব সংবাদদাতা , সীতাকু-

১৪ জুন, ২০১৯ | ২:২৭ পূর্বাহ্ণ

চট্টলা এক্সপ্রেস ডাকাতির ঘটনায় রেলওয়ে পুলিশে তোলপাড় শুরু হয়েছে। এ ঘটনায় এক ভুক্তভোগি বাদি হয়ে লাকসাম থানায় মামলা দায়ের করেছেন। পাশাপাশি ঘটনার তদন্ত শুরু করেছেন রেল পুলিশের উর্দ্ধতন কর্মকর্তারা। গতকাল রেলওয়ে চট্টগ্রামের ডিআইজির নেতৃত্বে এসপিসহ উর্দ্ধতন কর্মকর্তা ফেনী, বড়তাকিয়া, সীতাকু- স্টেশনের ঘটনাস্থলগুলো পরিদর্শন করেন এবং ভুক্তভোগীদের কাছ থেকে ঘটনার বর্ণনা শোনেন। রেলওয়ে পুলিশ সূত্রে জানা গেছে, গত বুধবার
। ৯ম পৃষ্ঠার ৪র্থ ক.

রাতে ঢাকা থেকে আসা চট্টগ্রামমুখী চট্টলা এক্সপ্রেস ফেনী স্টেশন অতিক্রমের পর একটি বগির ছাদে যাত্রী বেশে থাকা একদল ডাকাত দেশীয় অস্ত্রের মুখে অর্ধশত যাত্রীর সর্বস্ব লুটে নেয়। এসময় বাধা দেওয়ায় ১২ জনকে কুপিয়ে কমবেশি জখমও করে তারা। পরে মিরসরাইয়ের বড়তাকিয়া স্টেশনে ট্রেনটি থামলে ডাকাতরা নেমে পালিয়ে যায়। ঘটনার পর সীতাকু- থানা পুলিশ সীতাকু- স্টেশানে ট্রেনটি থামিয়ে আহত ১২ যাত্রীকে উদ্ধার করে। এদিকে সীতাকু- আর.আর.পি ফাঁড়ির ইনচার্জ মো. আকবর হোসেন জানান, গতকাল বৃহস্পতিবার ডাকাতির শিকার এক যাত্রী মো. আনিস বাদি হয়ে লাকসাম জি.আর.পি থানায় ডাকাতদের বিরুদ্ধে মামলা দায়ের করেন। এতে অজ্ঞাত পরিচয় ১০-১২ জন ডাকাতকে আসামি করা হয়। এরপর রেলওয়ে পুলিশ চট্টগ্রামের ডিআইজি মো. শামছুদ্দীনের নেতৃত্বে রেলওয়ে পুলিশের এসপি মো. নওরোজ হাসান তালুকদার, জি.আর.পি লাকসামের ওসি মো. নাজিম উদ্দিন, রেলওয়ে গোয়েন্দা শাখার ওসি মো. শহীদুল ইসলাম ঘটনাস্থল ফেনী ও মিরসরাইয়ের বড়তকিয়া এবং সবশেষে বিকাল সাড়ে ৫টায় তারা সীতাকু- রেলওয়ে স্টেশান এলাকা পরিদর্শন করেন। সীতাকু-ে তাদের সাথে যোগ দেন সীতাকু- থানার ওসি মো. দেলওয়ার হোসেন ও সীতাকু- জি.আর.পি ফাঁড়ির ইনচার্জ আকবর হোসেন। এখানে ডিআইজি, এসপিসহ কর্মকর্তারা ডাকাতির শিকার তিন যুবক মামলার বাদি আনিস, আল-আমিন ও বাপ্পির সাথে কথা বলে ঘটনার বর্ণনা শোনেন। শেষে জিআরপির কর্মকর্তাদেরকে ডাকাতদের গ্রেপ্তারে দিক নির্দেশনা দিয়ে তারা চট্টগ্রামে চিকিৎসাধীন অপর এক ভুক্তভোগিকে দেখতে যান।
সীতাকু- থানার ওসি মো. দেলওয়ার হোসেন বলেন, চট্টলা এক্সপ্রেসে ডাকাতির ঘটনার তদন্তে রেল পুলিশের জিআইজি স্যার, এসপি স্যারসহ কর্মকর্তারা এসেছেন। আমিও আগে থেকেই সেখানে অপেক্ষা করে তাদের সাথে যোগ দিই। ডিআইজি স্যার ভুক্তভোগীদের সাথে কথা বলে ডাকাতদের দ্রুত গ্রেপ্তারে সংশ্লিষ্টদের দিক নির্দেশনা দিয়েছেন।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট