চট্টগ্রাম রবিবার, ০২ এপ্রিল, ২০২৩

১৪ জুন, ২০১৯ | ২:১৯ পূর্বাহ্ণ

বন্দরে দুর্ঘটনায় সিকিউরিটি গার্ড নিহত

 

বন্দরে ৬নং শেডের সামনে ‘এসপ্লেন্ডারের’ অাঘাতে লোকমান উদ্দিন খান (৪৫) নামের একজন নিরাপত্তা কর্মি ডিউটিরত অবস্থায় নিহত হয়েছেন। অাজ বৃহস্পতিবার রাত ১১টার দিকে এ ঘটনা ঘটে বলে পূর্বকোণকে জানান বন্দর থানার উপ-পরিদর্শক (এসঅাই) মহিউদ্দিন রাজু।

নিহত নিরাপত্তা কর্মী লোকমান উদ্দিন খান চাঁদপুরের দক্ষিণ মতলব এলাকার চরমুকন্দি গ্রামের মৃত সুলতান খানের ছেলে।

এসঅাই মহিউদ্দিন রাজু বলেন, রাত ১১টার দিকে ৬নং শেডের সামনে ‘এসপ্লেন্ডার’ অানার সময় দুর্ঘটনার শিকার হন নিরাপত্তা কর্মী লোকমান । এতে মাথায় অাঘাতের কারণে প্রচন্ড রক্তক্ষরণ হয়ে মারা যান তিনি। তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে অাসা হয়েছে বলেও জানান তিনি।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট