চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪

চোরাই মালসহ কিশোর গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

১২ ডিসেম্বর, ২০২০ | ৫:২৫ অপরাহ্ণ

নগরীর বন্দর থানার ১ নম্বর জেটি গেইটের স্বাস্থ্য কর্মকর্তার অফিসের মালামাল চুরির ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে বন্দর থানা পুলিশ। এসময় তার তথ্যমতে বিভিন্ন স্থান থেকে চুরি হওয়া সব মালামাল উদ্ধার করা হয়।

আজ শনিবার (১২ ডেসেম্বর) ভোর ৫টার দিকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার সোলায়মান ওরফে বুলু (১৬) কুমিল্লার জেলার দেবীদ্বার থানার ফতেয়াবাদ গ্রামের মো. পলাশের ছেলে।  সে বন্দর থানায় বসবাস করতো।

এর আগে গত ৪ ডিসেম্বর বন্দরের ১ নম্বর জেটি গেইটের স্বাস্থ্য কর্মকর্তা ডা. মোতাহের হোসেনের অফিসের পিছনের জানালার গ্রিল কেটে ২টি লেনেভোর মনিটর ও সিপিউ, ১টি এইচপি কোম্পানির মনিটর ও সিপিইউ, ১টি এসি, ১টি স্টেততাস্কোপ, ২ টি ভিপি মেশিনসহ ১ লাখ ৯৮  হাজার টাকার মালামাল চুরি করে নিয়ে যায়। এ ঘটনায় তিনি বাদী হয়ে ৬ ডিসেম্বর বন্দর থানায় একটি মামলা করেন।

বন্দর থানার এস আই মো. জাহিদুল ইসলাম জানান, শনিবার ভোর রাতে তাকে গ্রেপ্তার করি আমরা। এরপর তার দেয়া তথ্যমতে নগরীর বিভিন্ন জায়গা থেকে চুরি যাওয়া মালামাল উদ্ধার করি। এ ঘটনায় জড়িত অন্যদেরকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে ।

পূর্বকোণ/পিআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট