চট্টগ্রাম মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০২৪

বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুর: পার্বত্য চট্টগ্রামের বিভিন্ন উপজেলায় প্রতিবাদ সভা

পূর্বকোণ ডেস্ক

১২ ডিসেম্বর, ২০২০ | ৪:৪৩ অপরাহ্ণ

নাইক্ষ্যংছড়ি

বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে সম্প্রতি কুষ্টিয়ায় বঙ্গবন্ধুর নির্মাণাধীন ভাষ্কর্য ভাঙচুরের প্রতিবাদে ঘন্টাব্যাপী আলোচনা সভা করেছে উপজেলা প্রশাসন। “জাতির পিতার সম্মান, রাখব মোরা অম্লান” এই স্লোগানকে বুকে ধারণ করে শনিবার (১২ ডিসেম্বার) সকাল সাড়ে ১০টায় উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীদের আয়োজনে উপজেলা প্রশাসনের মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় ইউএনও সাদিয়া আফরিন কচির সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান ও আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক শফি উল্লাহ। এসময় আরও উপস্থিত ছিলেন নাইক্ষ্যংছড়ি থানা অফিসার ইনচার্জ আলমগীর হোসেন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি তসলিম ইকবাল চৌধুরী, সাধারণ সম্পাদক মো. ইমরান, যুগ্ম-সম্পাদক ও উপজেলা ভাইস চেয়ারম্যান মং হ্লা ওয়ে মারমা, সদর ইউপি চেয়ারম্যান নুরুল আবছার, উপজেলা শিক্ষা অফিসার ত্রি রতন চাকমা, বিজিবি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষাক মাওলানা নুরুল বাশারসহ উপজেলার সকল স্তরের কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষক, সাংবাদিকবৃন্দ।

আলোচনা সভায় বক্তরা বঙ্গবন্ধুর নির্মাণাধীন ভাস্কর্য ভাঙচুরের তীব্র নিন্দা জানিয়ে দেশের সকল স্তরেরে মানুষ একত্রিত হয়ে ভাস্কর্য রক্ষা করার দৃঢ় শপথ গ্রহণ করেন। এ সময় তারা এমন সহিংসতার সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

মানিকছড়ি

সম্প্রতি কুষ্টিয়ায় বঙ্গবন্ধুর নির্মাণাধীন ভাস্কর্য ভাঙচুরের প্রতিবাদে খাগড়াছড়ির মানিকছড়িতে আলোচনা সভা ও প্রতিবাদ সমাবেশ করেছে উপজেলার সরকারি কর্মকর্তা-কর্মচারীবৃন্দ। শনিবার (১২ ডিসেম্বার) সকাল সাড়ে ১০টায় উপজেলা সম্মেলনকক্ষে ‘জাতির পিতার সম্মান, রাখব মোরা অম্লান’ এ স্লোগানকে সামনে রেখে আলোচনা সভা ও পরিষদের সামনে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

ইউএনও তামান্না মাহমুদের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান জয়নাল আবেদীন। এ সময় আরও উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) রিফাত আসমা, প্রাণিসম্পাদ কর্মকর্তা ডা. সূচয়ন চৌধুরী, কৃষি কর্মকর্তা নাজমুল ইসলাম মজুমদার, শিক্ষা অফিসার নজরুল ইসলাম প্রমুখ।

আলোচনা সভায় বক্তরা বঙ্গবন্ধুর নির্মাণাধীন ভাস্কর্য ভাঙচুরের তীব্র নিন্দা জানিয়ে দেশের সকল স্তরেরে মানুষ একত্রিত হয়ে ভাস্কর্য রক্ষা করার দৃঢ় শপথ গ্রহণ করেন। এ সময় তারা এমন সহিংসতার সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

 

 

 

 

পূর্বকোণ/শামীম-ইসমাইল-আরপি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট