১২ ডিসেম্বর, ২০২০ | ৩:১৪ অপরাহ্ণ
উখিয়া সংবাদদাতা
উখিয়ায় পাহাড় কাটা বন্ধে অভিযান চালিয়ে চার-পাঁচ কিলোমিটার ধাওয়া করে একটি ডাম্পার জব্দ করা হয়েছে। এসময় কৌশলে পালিয়েছে চালক ও হেল্পার।
আজ শনিবার (১২ ডিসেম্বর) সাঁঝ সকালে এ অভিযান চালান উপজেলা নির্বাহী কর্মকর্তা নিজামুদ্দিন আহমেদ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা নিজামুদ্দিন আহমেদ বলেন, ‘‘ছুটির শীতের সকাল। এই সুযোগে হয়তো নিশ্চিন্তেই পাহাড়ের মাটি কেটে নিয়ে যাচ্ছিলো পাহাড় খেকোরা। কিন্তু খবর পেয়ে অভিযানে নামি আমরা। অভিযানে হাতেনাতে ধরা পড়তে হলো। তবে সিগনাল দিলাম, থামলো না। প্রায় চার-পাচ কিলোমিটার ধাওয়া করে অবশেষে ডাম্পারটি জব্দ করলাম। কিন্তু চালক ও হেল্পার কৌশলে পালিয়েছে।’’
আটক ডাম্পার মালিক, চালক ও হেল্পারসহ পাহাড় কাটার সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি।
জানা গেছে, জেলার অন্যান্য স্থানের মতো উখিয়ায়ও আশঙ্কাজনক হারে পাহাড় কাটা হচ্ছে। রোহিঙ্গাদের জন্য পাহাড় কাটা নয় শুধু; এই সুযোগে স্থানীয় অসাধু চক্রও নির্বিচারে পাহাড় কেটে সাবাড় করছে।
সম্প্রতি পাহাড় কাটার এই মাত্রা অত্যধিক বেড়ে গেছে। এতে উখিয়া পরিবেশ-প্রতিবেশ মারাত্মক ঝুঁকির মুখে পড়েছে। তাই প্রশাসন পাহাড়খেকোদের প্রতিরোধ মাঠে নেমেছে।
পূর্বকোণ/পিআর
The Post Viewed By: 108 People