চট্টগ্রাম বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪

ভাসানচর রোহিঙ্গা শিবিরে নতুন অতিথি

নিজস্ব প্রতিবেদক

১১ ডিসেম্বর, ২০২০ | ৭:৪৭ অপরাহ্ণ

ভাসানচরে আশ্রয় নেওয়া মো. কাশেম ও রাবেয়া খাতুনের ঘরে এক ছেলে সন্তানের জন্ম হয়েছে । আজ শুক্রবার (১১ ডিসেম্বর) সকালে স্বাভাবিক প্রসবের তাদের এই সন্তানের জন্ম হয়। যা ভাসানচরে জন্ম নেয়া প্রথম শিশু।

মো. কাশেম পূর্বকোণকে জানান, প্রসবব্যথা শুরু হলে রাবেয়াকে নৌ-অ্যাম্বুলেন্সে ভাসানচর থেকে হাতিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়। এসময় আমার মা তার সঙ্গে যায়। আমাদের প্রথম সন্তানের জন্ম হয় মিয়ানমারে। দ্বিতীয় সন্তানের জন্ম হয় কক্সবাজারের কুতুপালং ক্যাম্পে।

হাতিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের ডাক্তার বিমান চন্দ্র আচার্য জানান, সন্তান প্রসব করা রাবেয়া ও তার নবজাতক সন্তান দু’জনই সুস্থ রয়েছে।

পূর্বকোণ/এন.এইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট